ফিফটিতে বাবর-গেইলকে ছাড়িয়ে গেলেন কোহলি

২৫ এপ্রিল ২০২৫

ফিফটিতে বাবর-গেইলকে ছাড়িয়ে গেলেন কোহলি

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত তিনি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন পাঁচটি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তেমনই এক ইনিংস খেলে বাবর আজম ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন ভারতের এই তারকা ব্যাটার।

বৃহস্পতিবার ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। চলতি আসরে নবম ম্যাচে নিজের পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংসটি ৩৬ বছর বয়সী এই ব্যাটার সাজান চার ছক্কায়।

এই ইনিংসে স্বীকৃত টি-টুয়েন্টিতে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার দিক দিয়ে পাকিস্তানের বাবরকে ছাড়িয়ে গেছেন কোহলি। আগে ব্যাটিং করে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সংখ্যা এখন ৬২টি, বাবরের ৬১টি।

অন্যদিকে টি-টুয়েন্টি ক্রিকেটে আগে-পরে ব্যাটিং মিলিয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার তালিকায় গেইলকে ছাড়িয়ে গেছেন কোহলি। ৩৯১ ইনিংসে ভারতের সাবেক এই অধিনায়কের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি, যার মধ্যে ফিফটি ১০২টি এবং সেঞ্চুরি ৯টি। ক্যারিবিয়ান কিংবদন্তী গেইল ৪৫৫ ইনিংস পঞ্চাশ ছুঁয়েছেন ১১০ বার, যার মধ্যে ফিফটি ৮৮টি এবং সেঞ্চুরি রেকর্ড ২২টি।

১১৭টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে এই তালিকায় কোহলির উপরে আছেন কেবল ডেভিড ওয়ার্নার।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কোহলি সবশেষ ইনিংসের চারটিতেই ফিফটি করেছেন। পুরো ক্যারিয়ারে চিন্নাস্বামী স্টেডিয়ামে এটি তার ২৬তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস, যা যে কোনো ক্রিকেটারের জন্য এক ভেন্যুতে সর্বোচ্চ।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ২৫টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে এই তালিকার দুইয়ে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেইলস। আর মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে চার নম্বরে আছেন তামিম ইকবাল।

মন্তব্য করুন: