৩ মাস পর ক্রিকেটে ফিরবেন তামিম

২৫ এপ্রিল ২০২৫

৩ মাস পর ক্রিকেটে ফিরবেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। চিকিৎসকদের তৎপরতায় জীবন-মরণের সন্ধিক্ষণ থেকে বেঁচে ফিরেছিলেন দেশসেরা এই ওপেনার। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন মাঠে ফিরতে তিন-চার মাস সময় লাগতে পারে তার। এবার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেও।

সেই ঘটনার এক মাস পর শুক্রবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন তামিম। তবে সেটিও তাওহিদ হৃদয় ইস্যুতে। মোহামেডান সতীর্থের শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও বোর্ড পরিচালকদের সঙ্গে তামিমের নেতৃত্বে আলোচনায় বসেন একদল ক্রিকেটার।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনের শেষ দিকে তামিমের কাছে সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে বাঁহাতি এই ওপেনার বলেন, “আমি আল্লাহর রহমতে ভালো আছি। খুবই ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা দোয়া করছেন।

কবে নাগাদ মাঠে ফিরবেন এ বিষয়ে তামিম বলেন, “তিন মাস পর, ইনশা আল্লাহ।

গত ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়নে তামিমের। এরপর তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হলে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। পরে সেখানেই তামিমের এনজিওপ্লাস্টি করে হার্টে রিং পরানো হয়।

সেখানে অবস্থার উন্নতি হলে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে চার দিন পর বাড়িতে ফেরেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

মন্তব্য করুন: