তামিমদের সঙ্গে আলোচনার পর হৃদয়ের শাস্তি ১ বছরের জন্য স্থগিত
২৫ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অসদাচরণের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু নিয়ম ভেঙে এক ম্যাচ পরেই মোহামেডানের এই ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তুমুল সমালোচনার মাঝে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হৃদয়কে বাকি এক ম্যাচের শাস্তিও বহাল রাখা হয়। এবার তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটারদের একটি দলের সঙ্গে আলোচনার পর সেই শাস্তি ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে।
শুকবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপিএলের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়ের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি জানায় বিসিবি। ফলে সুপার লিগের বাকি দুই ম্যাচ খেলতে আর কোনো বাধা থাকল না মোহামেডান অধিনায়কের।
বিবৃতিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল বিসিবি আম্পায়ার্স কমিটি হৃদয়ের শাস্তি বাতিলের বিষয়ে যে নির্দেশনা (মেমো) দিয়েছিল সেটি বাতিল করা হয়েছে। তবে টেকনিক্যাল কমিটি পরিপক্ব বিবেচনার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আগামী ১২ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকেটের মর্যাদা রক্ষা, চলমান টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখা এবং ক্রিকেট মহলে ঐক্য ও খেলোয়াড়সুলভ চেতনা জোরদার করার লক্ষ্যে টেকনিক্যাল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দুপুরে বিসিবির কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির দু’জন পরিচালকের সঙ্গে আলোচনায় বসেন তামিমরা। আলোচনা শেষে বিকেলে গণমাধ্যমের সামনে হৃদয়ের শাস্তির বিষয় নিয়ে আপত্তি তোলেন তামিম। বিষয়টিকে হাস্যকর বলেও আখ্যা দেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
গত ১২ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তাদের সঙ্গে তর্কে জড়ান মোহামেডানের ক্রিকেটাররা। এ সময় দেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি অসদাচরণ করেন হৃদয়। এই পুরো ঘটনায় বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, “ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব।”
সংবাদ সম্মেলনে পুরো বক্তব্যের কারণে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে আরও এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়। ফলে নিয়ম অনুযায়ী সুপার লিগের প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল তার। কিন্তু এক ম্যাচ পরই গত ২০ এপ্রিল অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের নেতৃত্ব দিতে মাঠে নামেন হৃদয়।
মন্তব্য করুন: