ব্যাটিংয়ের কারণেই ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ: জাকের

২৬ এপ্রিল ২০২৫

ব্যাটিংয়ের কারণেই ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ: জাকের

লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। নিজেদের খেলা সবশেষ পাঁচ টেস্টে তিন অঙ্কের ছোঁয়া পাননি কোনো ব্যাটার। আর এর ফল পড়ছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও, যার সবশেষ সংযোজন জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম টেস্টে হার। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন জাকের আলী অনিক।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে একটা সময় পর্যন্ত ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু চতুর্থ দিন প্রথম সেশনের ব্যাটিং ধসে দ্রুত গুটিয়ে যাওয়ায় সফরকারীদের বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ হারে তারা ৩ উইকেটে।

আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে মাঠে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনে আসা জাকের অকপটেই শিকার করেন দলের ব্যাটিং ব্যর্থতার কথা। জিম্বাবুয়ের মতো শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলের কাছে প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দায়ী করেন তিনি।

যেহেতু প্রথম টেস্টের ফলাফল আমাদের পক্ষে যায়নি, আমরা আমাদের প্রসেসেই আছি। ম্যাচের পর ভালো আলোচনা হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটায় আমাদের ভুগতে হয়েছে। ফোকাস থাকবে যেন ব্যাটিং ভালো হয়। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণেই স্ট্রাগল করি।

হার তো যেকোনো দলের বিপক্ষেই হতে পারে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকা উচিৎ, যার সাথেই খেলি। ব্যাটিং নিয়েই মূলত আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি। এ কারণেই আমরা ভুগেছি। তাই এই রকমই, এই ব্যাপারগুলোই শট সিলেকশনগুলো কীভাবে আরও ভালো করা যায়। সবসময় তো বোলাররা জেতাবে না। বেশিরভাগ ম্যাচ বোলাররাই জেতায়।

সিলেটে ব্যাট হাতে দুই ইনিংসে টেইলএন্ডারদের নিয়ে ব্যাট করে রান পেয়েছিলেন জাকের। অন্যদিকে টপ অর্ডারে ভালো করেছিলেন মুমিনুল হক। আর দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করার জন্য দলের সব ব্যাটারকে দায়িত্ব নিতে হবে বলে জানান জাকের।

ভালো পারফরম্যান্স করা উচিৎ। ভালো পারফরম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা। তাই আমরা চাইবো এই ম্যাচটায় যেন ব্যাটিংয়ে সবাই সবার সেরা পারফরম্যান্স করে স্বাচ্ছন্দে জিততে পারি।

মন্তব্য করুন: