শুধু মুশফিক নয়, সবাইকেই রান করতে হবে, বললেন জাকের

২৬ এপ্রিল ২০২৫

শুধু মুশফিক নয়, সবাইকেই রান করতে হবে, বললেন জাকের

পাকিস্তানের মাটিতে গত বছর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকে লাল বলের ক্রিকেটে কোনো ফিফটিরও দেখা পাননি দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। দলের টানা ব্যাটিং ব্যর্থতার সঙ্গে উঠে আসছে তার রান না পাওয়ার বিষয়টিও। তবে এটি নিয়ে খুব একটা ভাবছেন না জাকের আলী অনিক। দলের সবাইকেই রান করার তাগিদ দিয়েছেন তিনি।

গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপরের ১২ ইনিংসে পঞ্চাশের দেখা পাননি একবারও। এক অঙ্কের ঘরেই সাজঘরের পথ দেখেছেন পাঁচবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই আউট হন ৪ রান করে।

সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচের প্রথম ইনিংসে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসে দলকে আরও বিপদে ফেলেন মুশফিক। এরপর দ্বিতীয় ইনিংসে সাজঘরের পথ দেখেন চা বিরতির আগের বলে। সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে দলের চলমান টানা ব্যাটিং ব্যর্থতার মাঝে মুশফিকের মতো ৯৫ টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটারের ছন্দহীনতা দলের চাপ যেন আরও বাড়িয়ে দিয়েছে।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে শনিবার সংবাদ সম্মেলনে মুশফিকের রানখরা নিয়ে জাকের বলেন, “দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, ঠিক আছে। এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবারই রান করতে হবে। ব্যাটার যত জন আছে সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্ততপক্ষে ওই লড়াইটা দেখাতে হবে।

এক্ষেত্রে হাসান মাহমুদের উদাহরণ টানেন জাকের। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্রুত তিন উইকেট হারানোর পর অষ্টম উইকেটে হাসানকে নিয়ে ৯১ বলে ৩৫ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি। এই জুটিতে ১২ রান করা হাসান খেলেন ৫৮ বল।

শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।

তবে চলমান বাজে সময় কাটিয়ে মুশফিক দ্রুত রান ফিরবেন বলে আশা প্রকাশ করে জাকের বলেন, “মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন, এখনো করছেন। উনি থেমে নেই আসলে। উনিও রান করার উপায় খুঁজছেন। আশা করি খুবই তাড়াতাড়ি ফর্মে ফিরবেন।

আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

মন্তব্য করুন: