এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না: তাইজুল

২৮ এপ্রিল ২০২৫

এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না: তাইজুল

একটা সময় প্রথম দিনের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল জিম্বাবুয়ের হাতেই। কিন্তু সেখান থেকে তাইজুল ইসলাম নাঈম হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে এখন অলআউট হওয়ার পথে তারা। উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের মতে, যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না।

সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারানো সফরকারীরা শেষ সেশনে হারায় উইকেট, যার ৪টি নেন তাইজুল।

বাঁহাতি এই স্পিনার এদিন ক্যারিয়ারে ১৬তম বারের মতো ইনিংসে উইকেট নেন। তবে সিলেটে জিম্বাবুয়ের কাছে হারা প্রথম টেস্টে বল হাতে এক প্রকার নিষ্প্রভই ছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন মোটে উইকেট। তার পারফরম্যান্স নিয়ে ছিল সমালোচনাও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গে তাইজুল বলেন, “আমার কাছে মনে হয়, এতগুলো টেস্ট খেলার পর বাযতগুলো উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বুঝে।

অবশ্য সিলেটে ব্যর্থ হওয়ার পর চট্টগ্রামে বল হাতে দলকে সাহায্য করতে পারায় সন্তুষ্ট ৩৩ বছর বয়সী এই স্পিনার। একই সঙ্গে সেই ম্যাচে ব্যর্থতার জন্য নিজের পারফরম্যান্সের সমালোচনাও করেন তিনি।

অবশ্যই এটা তৃপ্তির একটা বিষয় ( উইকেট পাওয়া) কারণ একটা খেলোয়াড় যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বোলিং করেছি, এটা একটা খেলোয়াড়ের জন্য ভালো জিনিস না। তারপরেও কামব্যাক করেছি এটা একটা ভালো লাগার বিষয়। সবথেকে বড় বিষয়টি হলো দলকে আমি সাহায্য করতে পেরেছি।

তৃতীয় উইকেটে নিক ওয়েলচ শন উইলিয়ামসের ৯০ রানের জুটিতে তৃতীয় সেশনের শুরু পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল জিম্বাবুয়ে। কিন্তু ক্র্যাম্পের কারণে ওয়েলচ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর সেই নিয়ন্ত্রণ হারায় তারা। পরপর দুই ওভারে অধিনায়ক ক্রেইগ আরভিন () উইলিয়ামসকে (৬৭) তুলে নিয়ে ইনিংসের লাগাম নিজেদের দিকে আনেন নাঈম।

গত অক্টোবরের পর এবারই প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই অফ-স্পিনার। তার পারফরম্যান্সের প্রশংসা করে তাইজুল বলেন, “আসলে একটা সত্যি কথা কি, একটা খেলোয়াড় যখন অনেকদিন পর ম্যাচ খেলে, তার জন্য পারফর্ম করাটা কঠিন। সে জায়গা থেকে বলব যে নাঈম দলকে অনেক সাহায্য করেছে এবং খুবই ভালো একটা সময় দুইটা ব্রেকথ্রু এনে দিয়েছে।

মন্তব্য করুন: