১৪ বছর বয়সী সূর্যবংশীর সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে তোলপাড়

২৯ এপ্রিল ২০২৫

১৪ বছর বয়সী সূর্যবংশীর সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে তোলপাড়

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। নিজের প্রথম দুই ইনিংসে ব্যাট হাতে ঝড়ো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি রাজস্থান রয়্যালসের এই ওপেনার। এবার সবচেয়ে কম বয়সে বিধ্বংসী শতক হাঁকিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।

সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে তিন অঙ্কের ছোঁয়া পান সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটার।

এতদিন এই রেকর্ডটি ছিল আরেক ভারতীয় ক্রিকেটার বিজয় জোলের। ২০১৩ সালে দেশটির আরেক টি-টুয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১৮ বছর ১১৮ দিন বয়সে মহারাষ্ট্রের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে তিনি ১০৯ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতীয়দের হয়ে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের দখলে। ২০১০ সালে রাজস্থানের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি।

পুরো আইপিএলের হিসেবে সূর্যবংশীর এই শতকটি দ্বিতীয় দ্রুততম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ক্রিস গেইল।

রেকর্ড গড়া ইনিংসে ১১টি ছক্কা হাঁকান সূর্যবংশী, যা আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থানের বিপক্ষে ১১ ছক্কা মেরেছিলেন মুরালি বিজয়।

৩৮ বলে ১০১ রানের ম্যাচসেরা ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। ১১ ছক্কা চারে বাউন্ডারি থেকে তিনি নেন ৯৪ রান। এই রানের ৯৩ দশমিক ০৬ শতাংশই এসেছে বাউন্ডারি থেকে, যা আইপিএলে সেঞ্চুরি ইনিংসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল তার সতীর্থ যশস্বী জয়সোয়ালের। ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে ৯০ দশমিক ৩২ শতাংশ রান তিনি চার-ছক্কায় পেয়েছিলেন।

সূর্যবংশী জয়সোয়ালের তাণ্ডবে গুজরাটের দেওয়া ২১০ রানের লক্ষ্যে রেকর্ড গড়ে পৌঁছে যায় রাজস্থান। রান তাড়ায় দলটি খেলে ১৫ ওভার বল, যা স্বীকৃত টি-টুয়েন্টিতে দুইশ বা তার বেশি রান তাড়ায় দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ইংলিশ ক্লাব সারে, বেঙ্গালুরু পাকিস্তানের। প্রত্যেকেই ১৬ ওভারে দুইশ বা তার বেশি রান তাড়া করেছিল।

বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ কিছু ইনিংস উপহার দিয়ে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলাম থেকে সূর্যবংশীকে কোটি ৩০ রুপিতে দলে নেয় রাজস্থান। সেই সঙ্গে তিনি হয়ে যান আইপিএলের নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।

আসরের প্রথম দিকে সুযোগ না পেলেও গত ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে অভিষেক হয় বিহারের এই ক্রিকেটারকে। ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে আইপিএলে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়ে যান তিনি।

মন্তব্য করুন: