মোহামেডানকে গুঁড়িয়ে আবারও ডিপিএলের শিরোপা আবাহনীর
২৯ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচটি যেন ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অঘোষিত ফাইনাল। তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়েই দিল আবাহনী লিমিটেড। ৬ উইকেটের জয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
২ পয়েন্ট পিছিয়ে থাকা মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে জিততেই হতো। সেই লক্ষ্যে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৪০ রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৭৮ রানের ইনিংসে ৫৬ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। এটি প্রিমিয়ার লিগে তাদের রেকর্ড ২৪তম শিরোপা।
মোহামেডানের উদ্বোধনী জুটি থেকে আসে ৫০ রান। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে তারা। অধিনায়ক রনি তালুকদারের (৪৫) বিদায়ের পর কমে আসে রানের গতিও। ১২৪ রানে চতুর্থ উইকেটের পতনের পর আরিফুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মাহামুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৯০ রান। ফিফটি পূরণ করে মোসাদ্দেকের বলে আউট হন মাহমুদউল্লাহ। ৫০ রান করা আরিফুলকেও ফেরান আবাহনী অধিনায়ক।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আবাহনীর। প্রথম ওভারেই আঘাত হানে ইবাদত হোসেন। তবে পারভেজ হোসেন ইমন ও জিশান আলমের ৫৬ রানের জুটিতে তা কাটিয়ে ওঠে দলটি। ইমনকে ফিরিয়ে (২৮) মোহামেডানকে স্বস্তি এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দ্রুত মেহেরাব হাসান (১০) ও জিশানকে (৫৫) তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান নাসুম আহমেদ। কিন্তু পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেন মোসাদ্দেক।
ম্যাচসেরা আবাহনী অধিনায়ক তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ৫ ছক্কায়। মিঠুন অপরাজিত থাকেন ৬৬ রানে।
মন্তব্য করুন: