বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত

৩০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে আরও দুটি টি-টুয়েন্টি ম্যাচ যোগ করার কথা জানায় পিসিবি।

সিরিজটি খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২৫ মে ফয়সালাবাদে শুরু হবে সিরিজ। প্রথম ম্যাচ দিয়ে ১৭ বছর পর এই ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে। ২৭ মে দ্বিতীয় টি-টুয়েন্টিও এই মাঠে অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের এপ্রিলে এই ভেন্যুর সবশেষ আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা।

এরপর সিরিজের শেষ তিন ম্যাচ খেলতে লাহোরে যাবে দুদল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ মে এবং জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের সূচি :

১ম টি-টুয়েন্টি: ২৫ মে           

২য় টি-টুয়েন্টি: ২৭ মে

৩য় টি-টুয়েন্টি: ৩০ মে          

৪র্থ টি-টুয়েন্টি: জুন 

৫ম টি-টুয়েন্টি: জুন

মন্তব্য করুন: