কিংবদন্তিদের পাশে মিরাজ

৩০ এপ্রিল ২০২৫

কিংবদন্তিদের পাশে মিরাজ

বয়সভিত্তিক দলে অলরাউন্ডার পরিচয়ে খেললেও জাতীয় দলে মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হয়েছিল বোলার হিসেবে। সেখান থেকে ব্যাটিংয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন লোয়ার-মিডল অর্ডারের স্তম্ভ হিসেবে। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হাজার রান ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এই অলরাউন্ডার। আরেক কীর্তিতে বসেছেন কিংবদন্তি সব অলরাউন্ডারের পাশে।

বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের তৃতীয় দিন লাল বলের ক্রিকেটে ২৬তম ক্রিকেটার হিসেবে হাজার রান ২০০ উইকেটেরডাবল পূর্ণ করেন মিরাজ।

১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা মিরাজ প্রথম সেশনে আর ২০ রান যোগ করে টেস্টে হাজার রান পূর্ণ করেন। এর আগে গত টেস্টে দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ম্যাচে ১০ উইকেট নিয়ে দেশের তৃতীয় বোলার হিসেবে লাল বলে ২০০ উইকেটের মালিক এখন তিনি।

সব মিলিয়ে ডাবলের কীর্তি গড়তে তার লেগেছে ৫৩ ম্যাচ। সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করার তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। এখানে তার সঙ্গী ভারতের রবীন্দ্র জাদেজা।

সবচেয়ে কম ৪২ টেস্ট খেলে ডাবলের রেকর্ডটি ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামের দখলে। ৫০তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানের ইমরান খান ভারতের কপিল দেব। তালিকার তিনে থাকা রবীচন্দ্রন অশ্বিন এই মাইলফলক গড়তে খেলেন ৫১ ম্যাচ।

এই মাইলফলকে পৌঁছানো বাংলাদেশের অন্য ক্রিকেটার সাকিবের লেগেছিল ৫৪তম টেস্ট। বাঁহাতি এই অলরাউন্ডার হাজার ৬০৯ রান করার পাশাপাশি নিয়েছেন ২৪৬ উইকেটে।

চলতি টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি অলরাউন্ডারদের কাতারে নাম লিখিয়েছেন মিরাজ। সিরিজের মধ্যে ম্যাচে ১০ উইকেট সেঞ্চুরি হাঁকিয়ে এই কীর্তি গড়েন তিনি। এই কৃতিত্ব আছে কেবল ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, টনি গ্রেইগ, ইমরান খান ওয়াসিম আকরাম সাকিব আল হাসানের।

মন্তব্য করুন: