ক্রিকেটারদের চোখে কে সেরা - মেসি নাকি রোনালদো?
২৪ ফেব্রুয়ারি ২০২৩
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এ বিতর্ক সবার। বাংলাদেশের ক্রিকেটারদেরও। তাঁদের চোখে দুজনের মধ্যে কে সেরা? কেন সেরা? নোমান মোহাম্মদ সে প্রশ্ন নিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সামনে।
নোমান মোহাম্মদ: ধরুন, পৃথিবীর যে কারও সঙ্গে জীবনটা আপনি এক সপ্তাহের জন্য পরিবর্তন করতে পারবেন। অন্য ক্রিকেটার, ফুটবলার, রাজনীতিবিদ যে কেউ হতে পারেন। কার সঙ্গে করবেন?
সৌম্য সরকার: ক্রিশ্চিয়ানো রোনালদো।
নোমান মোহাম্মদ: কী কারণে? ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মেসি কি ভালো খেলোয়াড়?
সৌম্য সরকার: আমার আসলে মেসিকে সেরা মনে হয় না। আমি রোনালদোকে অনুসরণ করি। তাঁকেই পছন্দ করি। রোনালদোর সাথে কাউকে তুলনা করি না।
নোমান মোহাম্মদ: ধরুন, আপনার জীবন এক দিনের জন্য বদলানোর সুযোগ দেয়া হবে, পৃথিবীর যে কোনো খেলোয়াড়ের সঙ্গে। কার সঙ্গে বদলাতে চাইবেন?
নাজমুল হোসেন শান্ত: লিওনেল মেসি।
নোমান মোহাম্মদ: কেন মেসি?
নাজমুল হোসেন শান্ত: এখানে আসলে কোন প্রশ্নই নেই। মেসিকে দেখলেই ভালো লাগে।
নোমান মোহাম্মদ: রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা?
আকবর আলী: (হাসি) ম্যানচেস্টার ইউনাইটেড।
নোমান মোহাম্মদ: মেসি নাকি রোনালদো?
আকবর আলী: রোনালদো।
নোমান মোহাম্মদ: কে ভালো ফুটবলার, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো?
নাসির হোসেন: আমি মেসির ভক্ত। কিন্তু আমার কাছে মনে হয় দুজনই একই মানের ফুটবলার।
নোমান মোহাম্মদ: মেসি নাকি রোনালদো?
ইরফান শুক্কুর: আমি আর্জেন্টিনার সমর্থক তো, তাই মেসি।
নোমান মোহাম্মদ: আপনার গায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি এবং বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আপনার প্রিয় খেলোয়াড়। আমার প্রশ্নটি হচ্ছে, রোনালদোর থেকে মেসিকে আপনি কোন দিক দিয়ে এগিয়ে রাখবেন?
মোসাদ্দেক হোসেন সৈকত: বিষয়টি হচ্ছে, যখন আমরা তর্কে-বিতর্কে যাই তখন মেসি, রোনালদো, নেইমার এদের নামই মূলত আসে। কারণ তাঁরা অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়। সে কারণেই তাঁদের নিয়ে আমরা তর্কে-বিতর্কে যাই। আমি কারও পক্ষ নিয়ে কখনই বিতর্কে জড়াইনি। আমার কাছে রোনালদোর খেলা ভালো লাগে; সেজন্য আমি রোনালদোর ভক্ত।
নোমান মোহাম্মদ: কে সেরা, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি?
এনামুল হক বিজয়: (হাসি) মেসি। কী বলেন!
নোমান মোহাম্মদ: তার মানে রোনালদো কি মেসির ধারে কাছেও নেই?
এনামুল হক বিজয়: হ্যাঁ। আমার কাছে মেসি অবিশ্বাস্য।
নোমান মোহাম্মদ: ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি?
হাসান মাহমুদ: লিওনেল মেসি।
নোমান মোহাম্মদ: কেন?
হাসান মাহমুদ: আমি আর্জেন্টিনা ভক্ত, এজন্য। এছাড়াও মেসির খেলার ধরন এক রকম; আবার রোনালদোর অন্য রকম।
নোমান মোহাম্মদ: কল্পনা করেন, ছোট মাঠে মেসি আর রোনালদোর মধ্যে একক খেলা হচ্ছে। কে জিতবেন?
মোহাম্মদ আশরাফুল: মেসি।
নোমান মোহাম্মদ: কেন?
মোহাম্মদ আশরাফুল: যেহেতু ছোট মাঠ বা ছোট জায়গায় খেলা, আমার মতে সেখানে রোনালদোর চেয়ে মেসি কৌশলগত দিক দিয়ে এগিয়ে। বড় মাঠের ক্ষেত্রে দৌড়ানোর ক্ষেত্রে হয়তো রোনালদো এগিয়ে থাকত।
নোমান মোহাম্মদ: ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসি নিশ্চয়ই ভালো ফুটবলার?
তাসকিন আহমেদ: না, কখনোই না।
নোমান মোহাম্মদ: কেন?
তাসকিন আহমেদ: শারীরিক ভাবে অনেক ফিট, ভালো খেলে সব মিলিয়ে রোনালদো একটা সম্পূর্ণ প্যাকেজ। মেসি অবশ্যই সেরাদের মধ্যে একজন। কিন্তু সব মিলিয়ে চিন্তা করলে রোনালদো এগিয়ে।
নোমান মোহাম্মদ: তার মানে রোনালদোর পাশে মেসি পাত্তা পাবেনা?
তাসকিন আহমেদ: যদি ১০টা একক ম্যাচ খেলা হয় তাহলে আমি নিশ্চিত যে রোনালদো ৭০ থেকে ৮০ শতাংশ ম্যাচই জিতবে।
নোমান মোহাম্মদ: লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো?
মোহাম্মদ সাইফউদ্দিন: ভাই দেখেন, দুজনই আমার পছন্দের ফুটবলার। আমি ড্রিম লীগ সকার নামে একটি মোবাইল গেম খেলি, সেখানেও দুজনকে আমার নিজ দলে রেখেছি।
নোমান মোহাম্মদ: এখানে আপনার একজনকে বেছে নিতে হবে।
মোহাম্মদ সাইফউদ্দিন: যেহেতু আমি আর্জেন্টিনার সমর্থক, তাই মেসিকে একটু এগিয়ে রাখব। কিন্তু দুজনই সমান মানের ফুটবলার।
নোমান মোহাম্মদ: মেসি নাকি রোনালদো, কে সেরা?
মেহেদী হাসান মিরাজ: মেসি।
নোমান মোহাম্মদ: কেন?
মেহেদী হাসান মিরাজ: মেসি অনেকবার পুরস্কার পেয়েছে।
নোমান মোহাম্মদ: রোনালদো এবং মেসির মধ্যে কে সেরা?
মমিনুল হক: কঠিন প্রশ্ন! আমার কাছে মনে হয় একজন পরিশ্রমী খেলোয়াড় এবং আরেকজন একটু কম। কিন্তু সবাই মূলত ফলাফল দেখবে। যদি পরিশ্রমী খেলোয়াড় বলেন সেক্ষেত্রে আমার পছন্দ রোনালদো। আর খেলোয়াড় হিসেবে মেসিকে বেশি পছন্দ।
নোমান মোহাম্মদ: কি কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসি ভালো খেলোয়াড়?
তামিম ইকবাল: কোনো কারণেই না। রোনালদো সব দিক থেকেই ভালো।
নোমান মোহাম্মদ: লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো?
সাকিব আল হাসান: দুজনই ভালো। কে কার চেয়ে ভালো এটা বলা একটু মুশকিল। দুজনের খেলার ধরন দুই রকম। কিন্তু দুজনই আমার কাছে ভালো।
নোমান মোহাম্মদ: দুজনকে একই কাতারে রাখছেন?
সাকিব আল হাসান: আমি পছন্দ করি মেসিকে। কিন্তু তার মানে এই না, আমি রোনালদোকে অপছন্দ করি। পার্থক্য এই যে, আমি রোনালদোর সে রকম ভক্ত কিংবা সমর্থক না।
নোমান মোহাম্মদ: ব্রাজিল নাকি আর্জেন্টিনা?
মাশরাফি বিন মুর্তজা: আমি শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক। যেটা শুধুমাত্র ডিয়েগো ম্যারাডোনার কারণে।
নোমান মোহাম্মদ: কিন্তু ম্যারাডোনার চেয়ে কি এখনকার মেসি-রোনালদো ভালো খেলোয়াড়?
মাশরাফি বিন মুর্তজা: শতভাগ। দুজনই একই মানের খেলোয়াড়। এখানে যদি একজনকে বেছে নিতে পারেন, তাহলে আমি পারব না।
নোমান মোহাম্মদ: প্রশ্ন হচ্ছে, ম্যারাডোনার চেয়ে তাঁরা (মেসি-রোনালদো) ভালো খেলোয়াড় কিনা?
মাশরাফি বিন মুর্তজা: যার খেলা দেখে সেই দলকে সমর্থন দেবেন, তাঁর খেলাই আপনার ভালো লাগবে – এটাই স্বাভাবিক। এখানে তাই মেসি নাকি ম্যারাডোনা, এটি একটি বিশদ আলোচনা।
মন্তব্য করুন: