এশিয়ান গেমস: জয়ের আশা জাগিয়েও জিততে পারলো না সাবিনারা
২৮ সেপ্টেম্বর ২০২৩
এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার গেমসের ১৯তম আসরে ‘ডি’ গ্রুপের ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত সাবিনা খাতুনের দল এগিয়ে থাকলেও ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির ঠিক আগ মূহুর্তে নেপালের জালে বল জড়িয়ে বাংলাদেশ দলকে আনন্দে ভাসান অধিনায়ক সাবিনা। তবে ৮৩তম মিনিটে বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমাকে ফাঁকি দিয়ে নেপাল গোল করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
কোনো জয় ছাড়াই এবারের আসর শেষ করল বাংলাদেশ।
গত বছর সেপ্টেম্বরে এই নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। তাই এশিয়ান গেমসে আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হারা বাংলাদেশ এ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নেমেছিল।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয় সাবিনার দল। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারে তারা।
মন্তব্য করুন: