মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ-পর্বে বাংলাদেশ

১৭ অক্টোবর ২০২৩

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ-পর্বে বাংলাদেশ

মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের গ্রুপ-পর্বে উঠেছে বাংলাদেশ।

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ফিরতি লেগে মঙ্গলবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বল থেকে মালদ্বীপের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন রাকিব হোসাইন। ৩৬তম মিনিটে মিডফিল্ডার ইব্রাহিম আইসামের গোলে সমতায় ফেরে মালদ্বীপ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্ডার সাদ উদ্দিনের বক্সের বাইরে থেকে নেয়া শট ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলরক্ষক। ফিরতি বলে জালে পাঠিয়ে বাংলাদেশের দর্শকদের আনন্দে ভাসান আবাহনীর ফরোয়ার্ড ফাহিম। ৫৯তম মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কোনো বিপদ আর ঘটেনি।

গত বৃহস্পতিবার প্রথম লেগে সাদের শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুই ম্যাচ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠল তারা।

বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে ‘আই’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

মন্তব্য করুন: