কোপা আমেরিকায় নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

২০ ডিসেম্বর ২০২৩

কোপা আমেরিকায় নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

আগামী কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না চোটে জর্জরিত নেইমার জুনিয়র। সম্প্রতি তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তারপরও কোপার আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন না। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাসের চোটে পড়েন নেইমার। যার কারণে গত মাসে তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়।

আগামী বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা টুর্নামেন্ট। তবে নেইমারের অস্ত্রোপচার করা লাসমার জানান, আগস্টের আগে ৩১ বছর বয়সী তারকার ফিট হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া কোপা আমেরিকায় খেলানোর জন্য তারা নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করবে না।

ব্রাজিলিয়ান রেডিও স্টেশন রেডিও নাইন্টি এইট এফএমকে দেয়া সাক্ষাৎকারে লাসমার বলেন, “(কোপায় খেলার জন্য) এটা খুব তাড়াহুড়া হয়ে যাবে। তাকে দ্রুত সুস্থ করে তুলতে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। আমরা আশা করি, ২০২৪ সালের আগস্টে ইউরোপিয়ান মৌসুমের শুরুতে সে মাঠে নামার জন্য প্রস্তুত হবে।”

তিনি আরও বলেন, “আমাদের ধৈর্য ধরতে হবে। অন্তত ৯ মাসের আগে তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করাটা ঠিক হবে না। শরীরের সেই লিগামেন্ট তৈরি হতে যে সময়টা লাগে, সেটা তাকে দিতে হবে। আশা করা যায় এই সময়ের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”

গত আগস্টে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। তবে পেশির চোটের কারণে দলটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচই খেলতে পেরেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। কোপা আমেরিকায় ব্রাজিল ‘ডি’ গ্রুপে খেলবে, যেখানে দলটির সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুলো ও কনকাকাফ বাছাইয়ের একটি দল।

মন্তব্য করুন: