কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপে গুয়ার্দিওলার রেকর্ড, ম্যান সিটি ছাড়ার ইঙ্গিত

২৩ ডিসেম্বর ২০২৩

কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপে গুয়ার্দিওলার রেকর্ড, ম্যান সিটি ছাড়ার ইঙ্গিত

কোচ হিসেবে ফুটবল বিশ্বে অনন্য এক কীর্তি গড়েছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে ক্লাব বিশ্বকাপ জিতিয়ে একমাত্র কোচ হিসেবে ৩টি ভিন্ন দলের হয়ে টুর্নামেন্টটির ৪টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন তিনি। তবে মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন স্পেনের এই কোচ। 

শুক্রবার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের দল ফ্লুমিনেন্সেকে - গোলে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। চোটে থাকা দলের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্দের অনুপস্থিতিতে ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেস।

গুয়ার্দিওলার অধীনে ২০২৩ সালে এফএ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ উয়েফা সুপার কাপের পর বছরের পঞ্চম শিরোপা ঘরে তুলে বছর শেষ করল সিটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে গুয়ার্দিওলা জানান, ক্লাবে তার সময় হয়ত ঘনিয়ে আসছে।

আমার মনে হচ্ছে আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি। আমরা সব শিরোপা জিতেছি। এখানে জেতার মতো আর কিছু বাকি নেই। আমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। এটা শেষ।

২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। আট বছরে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১৬টি শিরোপা ঘরে তুলেছেন তিনি। দলের সঙ্গে এখনও ১৮ মাসের চুক্তি আছে তার।

এর আগে ২০০৯ ২০১১ সালে বার্সেলোনা এবং ২০১৩ সালে বায়ার্ন মিউনিখকে ক্লাব বিশ্বকাপ জেতান গুয়ার্দিওলা। সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় পরের অবস্থানে আছেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ২০০৮ সালে এসি মিলান এবং ২০১৫ ২০২২ সালে রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপ জেতেন এই ইতালিয়ান কোচ।

মন্তব্য করুন: