আর্সেনালের বিপক্ষে পেনাল্টি না পেয়ে বিভ্রান্ত ক্লপ

২৪ ডিসেম্বর ২০২৩

আর্সেনালের বিপক্ষে পেনাল্টি না পেয়ে বিভ্রান্ত ক্লপ

ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। একটি সম্ভাব্য হ্যান্ডবল থেকে পেনাল্টি পেতে পারতো দলটি; তবে রেফারি দেননি। তাই স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিজের বিভ্রান্তির কথা জানিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

তিনি বলেন, “হ্যাঁ আমি এটা দেখেছি। আমি বেশ নিশ্চিত কেউ আমার কাছে ব্যাখ্যা করবে যে এটা কেন হ্যান্ডবল না। তবে আমি জানি না কীভাবে?”

শনিবার ঘরের মাঠে শুরু থেকেই ভুগেছে লিভারপুল। ম্যাচ শুরু হওয়ার চতুর্থ মিনিটেই গাব্রিয়েলের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ২৯তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে দলটি। এরপর চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি কোনো দল।

১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪০। ম্যাচটিতে যদি রেফারি হ্যান্ডবল দিতেন এবং পেনাল্টি থেকে লিভারপুল গোল করতে পারতো, তাহলে টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ পেত ক্লপের দল।

মন্তব্য করুন: