হৃদরোগে আক্রান্ত কাজী সালাউদ্দিন, লাগবে অস্ত্রোপচার

২৫ ডিসেম্বর ২০২৩

হৃদরোগে আক্রান্ত কাজী সালাউদ্দিন, লাগবে অস্ত্রোপচার

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এবং বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। যে কারণে অস্ত্রোপচার করতে হবে। কাজী সালাউদ্দিনের বয়স বেশি হওয়ায় এবং কিছু শারিরীক জটিলতা থাকায় পিছিয়ে গেছে অস্ত্রোপচারের সময়।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী সালাউদ্দিন। গত শনিবার তার বাইপাস সার্জারি হওয়ার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে সম্ভব হয়নি। ৭০ বছর বয়সী সালাউদ্দিনকে এখন অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাফুফের মিডিয়া কমিটি জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর তার বাইপাস সার্জারি হতে পারে।

মিডিয়া কমিটির প্রতিনিধি নওমি গণমাধ্যমকে জানিয়েছেন, সালাউদ্দিনকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্জারি করার আগে যেসব প্রস্তুতি থাকা দরকার, সেসব বিষয়ে নিশ্চিত হয়ে ডাক্তাররা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। সালাউদ্দিনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

মন্তব্য করুন: