নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিল ফুটবল
২৫ ডিসেম্বর ২০২৩
নাটকীয় সময় পার করছে ব্রাজিল ফুটবল। মাঠের মলিন পারফর্মেন্সের পর এবার দেশটির ফুটবল ফেডারেশনে শুরু হয়েছে ঝামেলা। নতুন বছরের শুরুতে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নির্বাচনের কথা শোনা যাচ্ছিল। এর মধ্যেই হস্তক্ষেপ করে বসল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনের আয়োজন করলে ব্রাজিলকে আন্তর্জাতিক ও ক্লাব ফুবটল থেকে নিষিদ্ধ করা হতে পারে।
ফিফা ব্রাজিলিয়ান ফুটবলের এক কার্যনির্বাহী সদস্যকে চিঠির মাধ্যমে জানায়, ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ) যদি ফিফার সিদ্ধান্তের অপেক্ষা না করে সভাপতি এদনালদো রদ্রিগেসকে সরিয়ে দেয়, তাহলে তারা ফিফার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের নির্বাচনে অনিয়মের দায়ে ৭ ডিসেম্বর রদ্রিগেস ও তার নিযুক্ত কর্মকর্তাদের সিবিএফ থেকে বরখাস্ত করেছে রিও ডি জেনেরিওর একটি আদালত। গত সপ্তাহে ব্রাজিলের দুটি সর্বোচ্চ আদালত এই রায়ে সমর্থন জানিয়েছে।
ফিফা তার সদস্য সংস্থাদের উপর সরকারি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না। এর ধারাবাহিকতায় রেকর্ড পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এবার সংকট সমাধান হওয়ার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে বাদ পড়তে পারে।
রিওর কোর্টের রায়ে সুপ্রিম কোর্ট অব স্পোর্টসের বিচারপতি হোসে পারদিসকে অন্তবর্তীকাালীন সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার কাজ ছিল ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করা। এই হস্তক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে সিবিএফকে আগেও একটি চিঠি পাঠিয়েছিল ফিফা। এবার ফিফা ও দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ৮ জানুয়ারিতে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য একটি কমিশন গঠন করা হবে।
ফিফার চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জিন-ম্যারি এবং কনমেবলের ডেপুটি সেক্রেটারি-জেনারেল মনসেরাত জিমেনেজ গার্সিয়া সাক্ষরিত চিঠিতে বলা হয়, “ফিফা ও কনমেবল দৃঢ়ভাবে জানাতে চায় যে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনসহ সিবিএফকে প্রভাবিত করতে পারে এমন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না। এটার ব্যত্যয় ঘটলে ফিফা নিষেধাজ্ঞার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পিছপা হবে না।”
মন্তব্য করুন: