সমর্থক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

২৫ ডিসেম্বর ২০২৩

সমর্থক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশের মালিক হয়েছেন ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফ। যিনি ছোটবেলা থেকেই ইউনাইটেডকে সমর্থন করেন। দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে রোববার তিনি ইউনাইটেডের একাংশের মালিকানা কিনতে পেরেছেন।

৭১ বছর বয়সী র‌্যাটক্লিফ আইএনইওএস নামক একটি পেট্রোকেমিকেল কোম্পানির মালিক। গত বছর তিনি আরেক ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসিকে কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। এবার মার্কিন ব্যবসায়ী এবং ম্যন ইউয়ের মালিক ম্যালকম গ্লেজার ক্লাবটির মালিকানার কিছু অংশ বিক্রির ঘোষণা দেয়ার পর থেকেই তিনি মাঠে নামেন।

ফুটবল ছাড়াও র‌্যাটক্লিফের ফরমুলা ওয়ান ও সাইক্লিংয়ে আগ্রহ আছে। এবার ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাবটির মালিকানা নিশ্চিত হওয়ার পর র‌্যাটক্লিফ বলেন, “আমরা সবাই ম্যানচেস্টার ইউনাইটেডকে সেখানেই দেখতে চাই যেখানে এটা ছিল। ইংলিশ, ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্থানে...।”

মন্তব্য করুন: