বড়দিনে ফিলিস্তিনের বাসিন্দাদের কষ্টের কথা মনে করিয়ে দিলেন সালাহ
২৫ ডিসেম্বর ২০২৩
বড়দিনের বার্তা দিতে গিয়ে ফিলিস্তিনের মানুষের অপার দুর্ভোগের কথা তুলে আনলেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে গাজায় ইসারায়েলের বোমা হামলায় প্রিয়জনদের হারানো শোকাহত পরিবারগুলোকে ভুলে যাওয়া উচিত হবে না বলে জানিয়েছেন মিশরের এই ফুটবলার।
সালাহ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা-কালো ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করে বলেছেন, গাজায় চলমান যুদ্ধের কারণে বড় দিনের প্রাক্কালে তার হৃদয় দুঃখভারাক্রান্ত। ৭ অক্টোবর হামাসের জঙ্গিদের হামলার পর থেকে ইসরাইল গাজায় তীব্র বোমাবর্ষণ করছে।
হামাসের হামলায় এক হাজার দুইশ’ মানুষের মৃত্যু হয়েছে এবং তারা ২৪০ জনকে জিম্মি করেছে বলে দাবি করছে ইসরাইল। আরেকদিকে হামাস-শাসিত কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গাজায় ইসরাইলের বোমা হামলায় ২০ হাজার চারশর বেশি মানুষ নিহত এবং অন্তত ৫০ হাজার মানুষ আহত হয়েছে।
সালাহ নিজের ইন্সটাগ্রাম ও এক্সে (পূর্বের টুইটার) লিখেন, “মধ্যপ্রাচ্যে নৃশংস যুদ্ধ চলায়, বিশেষ করে গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের কারণে এই বছর বড় দিনে আমাদের হৃদয় ভারাক্রান্ত এবং আমরা প্রিয়জনদের হারানো শোকাহত পরিবারগুলোর সঙ্গে কষ্ট ভাগাভাগি করে নিচ্ছি।”
“দয়া করে তাদের ভুলে যাবেন না এবং তাদের কষ্ট পেতে দেখাটায় অভ্যস্ত হয়ে যাবেন না। বড় দিনের শুভেচ্ছা।”
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চুপ থাকায় নিজের দেশের মানুষদের সমালোচনার মুখে পড়েছিলেন সালাহ। এই সংকট নিয়ে সোচ্চার থাকা অন্য আরবীয় ক্রীড়া তারকাদের সঙ্গে তার তুলনা করছিল সমর্থকরা।
মিশরের রেড ক্রিসেন্ট কর্মকর্তারা গত অক্টোবরে জানায়, সালাহ গাজার মানুষদের সহায়তার জন্য “উল্লেখযোগ্য অনুদান” দিয়েছেন।
মন্তব্য করুন: