হেঁটে বিশ্বকাপ দেখতে গিয়ে ইরানে কারাভোগ, অবশেষে মুক্ত স্প্যানিশ নাগরিক
৩ জানুয়ারি ২০২৪
স্পেন থেকে পায়ে হেঁটে কাতার বিশ্বকাপ দেখতে যাওয়ার পথে ইরানে আটক হয়েছিলেন সান্তিয়াগো সানচেস। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। তারপর থেকেই কারাগারে বন্দি ছিলেন এই স্প্যানিশ নাগরিক। এক বছরের বেশি সময় পর গত মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন। মাদ্রিদ বিমানবন্দরে তাকে বরণ করে নিয়েছেন পরিবারের সদস্যরা।
ফুটবলপাগল ৪১ বছর বয়সী সানচেস ২০২২ সালের জানুয়ারিতে এই যাত্রা শুরু করেন। নিখোঁজ হওয়ার আগে সানচেস তার বিশাল যাত্রাপথের প্রতিটি ধাপ সামাজিক মাধ্যমে পোস্ট করে জানাতেন। ২০২২ সালের ১ অক্টোবর ইরাক-ইরান সীমান্তে নিজের একটি ছবি বন্ধুদের পাঠিয়ে লিখেছিলেন, ‘ইরানে প্রবেশ’। এরপরই ইরানি পুলিশ তাকে আটক করে।
সেই সময় ইসলামি পোশাকবিধি অমান্য করায় ইরানের নীতি পুলিশের নির্যাতনে নিহত হয় ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনি। ইরানে যাওয়ার পর সানচেস নাকি মাশা আমিনির কবর দেখতে গিয়েছিলেন। তখনই তাকে গুপ্তচর সন্দেহে আটক করা হয়। এরপর থেকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সানচেসের মুক্তির চেষ্টা করে আসছিল স্পেন।
দীর্ঘ কূটনৈতিক তৎপরতা শেষে গত রোববার সানচেসকে মুক্তি দেয় ইরান। গত মঙ্গলবার মাদ্রিদ বিমানবন্দরে সানচেস সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না। (সময়টা) খুব কঠিন ছিল, কিন্তু এখন আমি এখানে আছি। এই দেশে জন্মগ্রহণ করে আমরা কতটা ভাগ্যবান, সেটা আমরা বুঝতে পারি না।” এদিকে বিমানবন্দরে ছেলেকে বরণ করতে আসা সানচেসের মা বলেছেন, “দুঃস্বপ্ন অবশেষে শেষ হলো।”
মন্তব্য করুন: