হাঁটুর চোটে মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার কানসেলো
৬ জানুয়ারি ২০২৪
একে তো নতুন করে তারকা ফুটবলারদের দলে নেয়ার আর্থিক সামর্থ্য নেই বার্সেলোনার। তার ওপর ভরসাযোগ্য খেলোয়াড়দের অনেকেই চোটের কারণে মাঠের বাইরে। হাঁটুর চোটে কিছু সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হবে ডিফেন্ডার জোয়াও কানসেলোকে। শুক্রবার বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার লস পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের শুরুতেই মাঠে নামেন কানসেলো। তবে ১১ মিনিটেই তাকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়। বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার করা পরীক্ষাগুলো থেকে দেখা যায় মূল দলের খেলোয়াড় জোয়াও কানসেলোর বাম হাঁটুর মিডিয়াল কোলেটরার লিগামেন্ট ছিড়ে গেছে।”
কানসেলো খেলার মতো অবস্থায় নেই এবং পুরোপুরি সেরে ওঠার পর তাকে দলে ফেরানো হবে বলেও জানায় কাতালুনিয়ার ক্লাবটি। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সা ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জিরোনা দ্বিতীয় স্থানে এবং রিয়াল মাদ্রিদ শীর্ষে আছে।
মন্তব্য করুন: