এমবাপ্পের কারণে মেসিকে সংবর্ধনা দেইনি: পিএসজি সভাপতি

১০ জানুয়ারি ২০২৪

এমবাপ্পের কারণে মেসিকে সংবর্ধনা দেইনি: পিএসজি সভাপতি

লিওনেল মেসির জাদুতে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফির ছোঁয়া পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দেশকে বিশ্বসেরার খেতাব এনে দিলেও আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকরকে বরণ করে নিতে কোনো আয়োজনই করেনি তার তখনকার ক্লাব পিএসজি। বিষয়টি নিয়ে সেই সময় বেশ বিতর্ক হলেও এতদিন পর এর কারণ জানালেন দলটির মালিক নাসের আল-খেলাইফি।

পিএসজি সভাপতির মতে, কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে শিরোপা জেতায় মেসিকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ আলাদাভাবে কোনো উদযাপনের আয়োজন করেনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমন তথ্যই দেন আল-খেলাইফি। তার মতে, ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ জেতায় পিএসজির মাঠে মেসিকে সংবর্ধনা দিলে ক্লাব কর্তৃপক্ষকে সমর্থকদের তোপের মুখে পড়তে হতো। তাছাড়া এমবাপ্পেদের হারানো মেসির শিরোপা জয় উদযাপন প্যারিসের মাটিতে হোক এমনটাও চাননি কাতারের এই ধনকুবের।

আরএমসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আল-খেলাইফি বলেন, “কেউ যদি বলতে চায় বিশ্বকাপ জয়ের পর আমরা তাকে (মেসি) কোনো সংবর্ধনা দেইনি, তাহলে তাদের মাথায় রাখতে হবে আমরা ফ্রান্সে আছি। তাছাড়া সে কিলিয়ানের (এমবাপ্পে) বিপক্ষে জিতেছে। আমরা ফরাসি ক্লাব। আমি চাইনি পুরো স্টেডিয়াম তার বিপক্ষে চলে যাক। আমার মতে, আমাদের এটাকে সম্মান করতে হবে।

বিশ্বকাপের শিরোপা জয়ের পর মেসি বাদে তার জাতীয় দলের সব সতীর্থ নিজ ক্লাব থেকে সংবর্ধনা পেয়েছিলেন। শুধু পাননি আসরের সেরা খেলোয়াড় মেসিই। আর বিষয়টি যে আটবারের ব্যালন ডিঅর জয়ীকে একটু হলেও কষ্ট দেয়, পিএসজি ছাড়ার পর তা নিয়ে খোলামেলাই কথা বলেন তিনি।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের হতাশার কথা জানিয়ে মেসি বলেন, “এটা এভাবেই হয়েছে। সত্যিটা হলো আমি যেমনটা আশা করেছিলাম তার কিছুই হয়নি। তবে বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি এমন জায়গায় ছিলাম, যাদের বিপক্ষে আমরা বিশ্বকাপ জিতেছি। ফ্রান্স যে বিশ্বকাপ জিততে পারেনি, সেটা যেন আমাদেরই ভুল! আমার ২৫জন সতীর্থের মাঝে আমি একমাত্র খেলোয়াড়, যে কোনো সম্মাননা পায়নি। কী আর করার

দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। তবে প্যারিসের দলটি থেকে বেশ তিক্ত অভিজ্ঞতা নিয়েই তাকে বিদায় নিতে হয়েছে। বর্তমান দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে ফরাসি চ্যাম্পিয়ন সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয় এই মহাতারকাকে।

মন্তব্য করুন: