ভারতের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা
১৫ জানুয়ারি ২০২৪
ভারতের নারী ফুটবল লিগে আবারও খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। সোমবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সাবিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের লিগে খেলতে যাচ্ছেন। তিনি খেলবেন বেঙ্গালুরুর দল কিকস্টার্ট এফসির হয়ে।
সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও ভিসার কারণে সাবিনার ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সুসংবাদ হলো গতকাল রোববার তার ভিসা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। তাই সোমবার তিনি ভারতের উদ্দেশে উড়াল দেবেন। গণমাধ্যমকে সাবিনা বলেন, “আজই খেলতে যাচ্ছি। ভিসা পেয়েছি আগের দিন। আশা করি নিজের সেরাটা দিতে পারব।”
সাবিনার দলে বিদেশি খেলোয়াড় কোটায় নেপালের দুই ফুটবলারও রয়েছেন। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেছিলেন সাবিনা খাতুন। সাত ম্যাচে গোল করেছিলেন ৬টি। ৫ বছর পর আবারও খেলতে যাচ্ছেন সেখানে। বাংলাদেশের ‘গোলমেশিন’ খ্যাত সাবিনা এবারের লিগে দারুণ কিছু করবেন- এই প্রত্যাশাই সবার।
মন্তব্য করুন: