মেসির ফিফা বর্ষসেরার পুরস্কার নিতে না আসার পেছনে…

১৬ জানুয়ারি ২০২৪

মেসির ফিফা বর্ষসেরার পুরস্কার নিতে না আসার পেছনে…

টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর সবার চোখ যখন লিওনেল মেসিকে খুঁজছিল তখন দেখা যায় লন্ডনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হননি তিনি। পরে জানা গেছে তিনবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার পাওয়া ফুটবলারের না থাকার কারণ।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্দ এবং পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ২০২৩ সালের ছেলেদের সেরা খেলোয়াড়ের খেতাব নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা।

সোমবারের জমকালো আয়োজনে মেসি ছাড়াও ছিলেন না সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি দুই ফুটবলার হলান্দ ও পিএসজির এমবাপ্পেও। আর মেসির অবর্তমানে তার হয়ে বর্ষসেরার পুরস্কারটি গ্রহণ করেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে ব্যস্ত থাকার কারণেই ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে যোগ দেননি মেসি। বর্তমানে মায়ামির সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছেন তিনি। লন্ডনে সফর করলে প্রায় এক সপ্তাহ প্রাক-মৌসুম প্রস্তুতি থেকে দূরে থাকতেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার, যা তিনি করতে চাননি। তাছাড়া চোট কাটিয়ে নতুন মৌসুমে নিজেকে পুরোপুরি তৈরি রাখতেও কোনো কমতি রাখতে চাননি মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেনের এক নামকরা সাংবাদিকও এই বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স – এ তিনি লেখেন, “ইন্টার মায়ামির হয়ে মেসি অনুশীলন শুরু করেছেন। লন্ডনের জন্য যাত্রা করলে ৩-৪ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ হয়ে যেত। তাকে নতুন ফুটবল সূচির সঙ্গেও মানিয়ে নিতে হচ্ছে। গত মৌসুমের শেষের দিকে তিনি কিছু শারীরিক সমস্যায় পড়েছিলেন। তাই তিনি এই মৌসুমের প্রাক-প্রস্তুতিটা ভালোভাবেই করতে চান।”

এছাড়াও আগামী শুক্রবার মৌসুমের প্রথম প্রাক-প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। অনুষ্ঠানে গেলে এই ম্যাচ খেলতে পারতেন না মায়ামি অধিনায়ক। শোনা যাচ্ছে এই ম্যাচ দিয়েই মায়ামির নতুন তারকা লুইস সুয়ারেসকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। নতুন ক্লাবে বন্ধুর পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটা যেন মিস না হয় সেটিও আরেকটি কারণ হতে পারে।

মন্তব্য করুন: