খেলোয়াড়দের আস্থা হারিয়েছেন বার্সা কোচ?
১৭ জানুয়ারি ২০২৪
লা লিগার শিরোপা দৌড়ে খুব একটা ভালো অবস্থানে নেই বার্সেলোনা। সঙ্গে যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বড় হার। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কোচ শাভি এরনান্দেসের। এমন এক টালমাটাল সময়ের মাঝেই ইএসপিএন জানিয়েছে, দলের একটি অংশ ইতোমধ্যেই কোচের ওপর আস্থা হারিয়ে ফেলেছে!
সৌদি আরবের রিয়াদে গত রোববার সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। দলের এমন হতশ্রী পারফরমেন্সে কোচ শাভিকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে ইএসপিএনের সূত্র মতে, এল ক্লাসিকোতে হারের আগে থেকেই কোচের সঙ্গে খেলোয়াড়দের দূরত্ব সৃষ্টি হয়েছে।
কোচের প্রতি খেলোয়াড়দের এই বিরক্তির কারণ হিসেবে জানা যায়, বার্সেলোনার খেলার ধরন নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা প্রশ্ন তুলে আসছেন। আর খেলোয়াড়রা এরকম প্রশ্ন তোলায় শাভি অভিযোগ করেন তারা বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।
তবে একটি সূত্রের মতে, দলের সব খেলোয়াড়ই যে শাভির বিপক্ষে অবস্থান নিয়েছে তা কিন্তু নয়। কয়েকজন খেলোয়াড়ের মনে করেন, দলের নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের প্রতি কোচ খুব একটা কঠোর নন। অবশ্য শাভির ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, এসব নিয়ে কোচ খুব একটা মাথা ঘামাচ্ছেন না এবং খেলোয়াড়েরা এখনও তার সঙ্গেই আছেন। কিন্তু ২০ জনের একটি দলে যে সবসময় কেউ সুখী থাকবে না – এ বিষয়টিও উড়িয়ে দেননি তিনি।
মৌসুম জুড়ে দল আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও দলের মানসিকতা নিয়ে সন্তুষ্ট আছেন বার্সেলোনা কোচ। তবে খেলোয়াড়-কোচ সম্পর্কের তিক্ততার শুরুটা বড়দিনের ছুটির আগে বার্সেলোনা-আলমেরিয়া ম্যাচের মধ্য দিয়ে হয়েছিল বলে জানান আরেকটি সূত্র। লা লিগায় জয়হীন থাকা দলটির বিপক্ষে সেদিন ৩-২ গোলের জয় পায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে শাভি জানিয়েছিলেন, প্রথমার্ধে ম্যাচটি ১-১ সমতায় থাকায় বিরতিতে খেলোয়াড়দের সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেছিলেন তিনি।
অন্যদিকে, লা লিগায় রিয়াল ও জিরোনা এবং চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প ম্যাচে হারের পরেও কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের অবনতি দেখা দেয়। তবে একাধিক সংবাদ সম্মেলনে এই সব কিছুকে উড়িয়ে দিয়ে খেলোয়াড়দের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকার দাবি করেছিলেন শাভি।
রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরও খেলোয়াড়দের ওপর তার বিশ্বাস আছে বলে জানান শাভি। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে চলতি মৌসুমেই ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বার্সেলোনা কোচ।
বর্তমানে লা লিগায় রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে অবস্থান করছে। আর ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মৌসুমের চমক জিরোনা।
মন্তব্য করুন: