আমিও একদিন পিএসজি ছেড়ে যাব: এমবাপ্পে
১৭ জানুয়ারি ২০২৪
একেকটি দলবদলের সময় ঘনিয়ে আসে আর কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়া নিয়ে জল্পনা বেড়ে যায়। জানুয়ারির দলবদলের উইন্ডো খুলে যাওয়ার পর যথারীতি এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনো পক্ষই স্পষ্ট করে কিছুই বলেনি। এর মাঝেই ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে পিএসজি ছাড়ার ইঙ্গিত দিলেন এমবাপ্পে।
আগামী জুনে ফরাসি ক্লাবটির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এতদিন পিএসজি কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও তাকে দিয়ে চুক্তি নবায়ন করাতে পারেনি। ফলে, ২৫ বছর বয়সী এই ফুটবলার এখন ইচ্ছা করলেই অন্য দলের সঙ্গে আগাম চুক্তি সেরে ফেলতে পারবেন। বিশ্বকাপজয়ী এই তারকাকে পেতে রিয়াল মাদ্রিদের সঙ্গে লিভারপুলও মাঠে নেমেছে। তবে রিয়ালের পাল্লাটাই ভারী।
সম্প্রতি ‘জিকিউ স্পোর্টস’ সাময়িকীতে পিএসজি ছাড়ার বিষয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। সর্বশেষ দুটি দলবদলে মেসি, রোনালদো, নেইমারসহ অনেক বড় বড় তারকা ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্র কিংবা এশিয়ায় পাড়ি জমিয়েছেন। যদিও নেইমার ছাড়া বেশিরভাগই ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ইউরোপ ছেড়েছেন। এমবাপ্পের সামনে তো পুরো ক্যারিয়ার পড়ে আছে। তবু নিজের দলবদলের কথা বলতে গিয়ে তিনি পূর্বসূরিদের প্রসঙ্গ টেনে আনেন।
“অনেক বিখ্যাত খেলোয়াড় যারা ফুটবল ইতিহাসে ছাপ রেখেছেন, তারা (গত) গ্রীষ্মে ইউরোপ ছেড়ে গেছেন এবং আমরা ফুটবলের এক নতুন যুগে প্রবেশ করেছি। এটাই খেলাটির স্বাভাবিক চক্র এবং একই কারণে কোনো একসময় আমাকেও চলে যেতে হবে (পিএসজি ছেড়ে)।”
মন্তব্য করুন: