নেইমারের চুক্তি বাতিলের খবরটি সত্যি না গুজব?
২০ জানুয়ারি ২০২৪
হুট করেই কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে, ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। যার পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, আল হিলালের সাম্প্রতিক স্কোয়াডে নেইমারের নাম নেই। ইনজুরিতে মাসের পর মাস মাঠের বাইরে থাকা নেইমার আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। তাহলে আসল ঘটনা কী?
গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। যে কারণে তার মৌসুম শেষ হয়ে যায়। এই চোট থেকে সেরে উঠতে নেইমারের ৯ মাস লাগবে। সেই হিসেবে আগামী জুলাইয়ের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই। সৌদি ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তাহলে চুক্তি বাতিলের প্রশ্ন আসছে কেন? দলবদলবিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, খবরটি পুরোটাই ভুয়া।
সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী, একটি ক্লাব তাদের স্কোয়াডে আটজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় সাত বিদেশি নিয়ে খেলতে হচ্ছিল আল হিলালকে। নতুন কাউকে নিতে হলে নেইমারকে স্কোয়াড থেকে বাদ দিতে হতো। যেহেতু নেইমারের সেরে উঠতে অনেকটা সময় লাগবে, তাই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয়ান রেনান লোদিকে দলে নিয়েছে আল হিলাল।
স্কোয়াড থেকে বাদ পড়ায় মৌসুমের বাকি সময়টা নেইমার অনিবন্ধিত খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন। আগামী মে মাসে সৌদির ঘরোয়া লিগগুলো শেষ হবে। এর আগে নেইমার সেরে উঠলেও সেসব লিগে খেলতে পারবেন না। পরের মৌসুমে নেইমারকে আল হিলালে খেলতে হলে নেইমারকে নতুন করে নিবন্ধন করাতে হবে।
মন্তব্য করুন: