মেসির বিপক্ষে রোনালদোর মাঠে নামা নিয়ে শঙ্কা
২২ জানুয়ারি ২০২৪
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথের শুরুটা হয়েছিল ইউরোপে। ইউরোপ ছেড়ে প্রজন্মের সেরা দুই তারকা খেলেন এখন ভিন্ন দুই মহাদেশে। ফলে, ফুটবলপ্রেমীদের জন্য মুখোমুখি লড়াইয়ে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগও খুব একটা হয়ে ওঠে না। তবে সৌদি আরবে এক প্রীতি ম্যাচে আবারও এই দুই তারকার মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসের ও মেসির ইন্টার মায়ামি। ফলে, এই ম্যাচ আরও একবার মুখোমুখি হওয়ার কথা ছিল মেসি ও রোনালদোর। কিন্তু রোনালদোর পেশির চোটের কারণে এই ম্যাচে খেলা নিয়ে তার শঙ্কা দেখা দিয়েছে। সৌদি সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
এএস জানিয়েছে, আল-নাসেরের হয়ে অনুশীলনের সময় পায়ের পেশিতে অস্বস্তি বোধ করেন রোনালদো। এরপরেও দলের সঙ্গে লম্বা সময় অনুশীলন চালিয়ে যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। অনুশীলন শেষে প্রাথমিক চিকিৎসা নিলেও ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে রোনালদোর দুই সপ্তাহ লাগতে পারে। ফলে, মেসির মায়ামির বিপক্ষে আল-নাসেরের ম্যাচে হয়তো দর্শক হয়েই থাকতে হতে পারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে।
এই চোটের কারণে শুধু মেসির বিপক্ষে ম্যাচেই নয়, জানুয়ারির শেষ দিকে চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন রোনালদো। চীন সফরে আগামী ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আল-নাসের।
আল-নাসেরের হয়ে গত ৩০ ডিসেম্বর সবশেষ মাঠে নেমেছিলেন রোনালদো। সেই ম্যাচে গোল করে ২০২৩ সালে মোট ৫৪ গোল নিয়ে বছর শেষ করেছিলেন এই পর্তুগিজ তারকা।
মন্তব্য করুন: