রোনালদোর চীন সফর স্থগিত করায় ভক্তদের বিক্ষোভ (ভিডিওসহ)
২৪ জানুয়ারি ২০২৪
সৌদি প্রো লিগের মৌসুমের মধ্য বিরতিতে বর্তমানে চীন সফরে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসের। সেখানে চীনের দুটি ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা রোনালদো চোটে পড়ায় পুরো সফরটিই স্থগিত করেছে সৌদি ক্লাবটি। আর এতেই চটেছেন চীনের ফুটবল সমর্থকরা।
বুধবার শেনচেনে চীনা ক্লাব সাংহাই সিনহুয়ার বিপক্ষে সফরের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আল-নাসরের। চারদিন পর জেজিয়াংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চীনে অনুশীলনের সময় রোনালদো পেশির চোটে পড়ায় শেষ মুহূর্তে ম্যাচ দুটি স্থগিতের ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।
সামনাসামনি রোনালদোর খেলা দেখার জন্য শেনচেনে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু ম্যাচ স্থগিতের খবর বের হতেই সেখানে আল-নাসেরের টিম হোটেলর সামনে সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হোটেলের ভেতরে প্রবেশ করেও বিক্ষোভ করছেন তারা।
?
— The CR7 Timeline. (@TimelineCR7) January 23, 2024
Chinese fans have STORMED the Al Nassr hotel in large numbers expressing their disappointment over Cristiano Ronaldo's inability to participate in the friendly.
pic.twitter.com/axxGv7povO
অন্যদিকে, নিজের চোট এবং ম্যাচ স্থগিত করার বিষয়টি জানিয়ে এক সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে রোনালদো বলেন, “আমার জন্য আজকের দিনটি কষ্টের। চীনা সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে চাই আমি। বিশেষ করে শেনচেনের মানুষদের কাছে। আপনারা জানেন, ফুটবলে অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে না। ২২ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি, কিন্তু খুব বেশি চোটে পড়িনি। আমার কষ্ট হচ্ছে যে, আল-নাসের এবং আমি নিজে চীনে এসেছিলাম সফর উপভোগ করতে।”
তবে বিবৃতিতে চীনা সমর্থকদের একেবারেই হতাশ করেননি পাঁচবারের ব্যাল ডি’অর জয়ী এই তারকা। ভবিষ্যতে স্থগিত হওয়া ম্যাচ গুলো খেলতে আবার চীনে আসবেন জানিয়ে রোনালদো বলেন, “এটিকে ইতিবাচক দিক থেকে দেখতে হবে আমাদের। ইতিবাচক মানে, আমরা ম্যাচগুলি বাতিল করিনি। এবার স্রেফ স্থগিত হচ্ছে। আমরা আবার ফিরে আসব। চীনা মানুষকে খুশি করতে আমরা আসব। এটা আমার লক্ষ্য। আমি আপনাদের সামনে খেলতে চাই।”
আল-নাসেরও তাদের সফর বাতিলের বিবৃতিতে জানায়, দ্রুততম সময়ের মধ্যে স্থগিত হওয়া ম্যাচদুটি আয়োজন করা হবে। অন্যদিকে, এই চোটের কারণে আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে আল-নাসেরের হয়ে রোনালদোর মাঠে নামা নিয়ে শঙ্কা এখনও কাটেনি। ধারণা করা হচ্ছে, এটিই সম্ভবত প্রজন্মের এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার শেষ সুযোগ।
মন্তব্য করুন: