বার্সার ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ দেখছেন শাভি এরনান্দেস
২৫ জানুয়ারি ২০২৪
মাঠের ফুটবলে চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মৌসুমের অর্ধেক পার হলেও লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করার পর এবার কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে শাভি এরনান্দেসের দল। তবে টুর্নামেন্ট থেকে দল বিদায় নিলেও বার্সেলোনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন স্প্যানিশ এই কোচ।
বুধবার আথলেতিক বিলবাওয়ের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালের ম্যাচে ৪-২ গোলে হারে বার্সেলোনা। তবে ম্যাচের এক পর্যায়ে শাভির শিষ্যরা ২-১ গোলে এগিয়েই ছিল। শুরুতেই গোল হজম করার পর রবের্ট লেভানডফস্কি ও তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের গোলে তারা এগিয়ে যায়। বিরতির পর সমতায় ফেরা বিলবাও ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময় পর্যন্ত। সেখানে ইনাকি উইলিয়ামস এবং তার ভাই নিকো উইলিয়ামস গোল করে বিলবাওয়ের শেষ চার নিশ্চিত করে।
ম্যাচ হারলেও দলের প্রশংসা করতে ভোলেননি সাবেক বার্সেলোনা মিডফিল্ডার শাভি। দলের জন্য সামনে বড় কিছু অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, “বড় ক্লাবগুলোর কোচদের ভাগ্য ট্রফির ওপরই নির্ভর করে। তবে আমরা দারুণ একটি দলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে লড়েছি, তাতে আমি গর্বিত। বিশেষ করে তরুণ ফুটবলাররা যেভাবে লড়েছে। আমরা তরুণদের নিয়ে খেলছি। আমাদের স্কোয়াডও ছোট। যখন আমি বলি- ‘আমরা তৈরি হচ্ছি…’ তখন আমি এটাই বোঝাতে চাই। আমার মতে, এটা বড় কিছুর পথে যাত্রার শুরু। আমি থাকি বা নাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।”
“এখানে বেশ ভালো একটা প্রকল্প চলছে। যেখান থেকে নতুন প্রজন্মের দারুণ সব খেলোয়াড়রা উঠে হয়ে আসছে। উবারসি, ফোর্ট, লামিনে (ইয়ামাল), (মার্ক) গুই ও ফেরমিন লোপেসের মতো আরও অনেকেই আসছে। আমার মতে, এটা বড় কিছুর শুরু মাত্র। তবে আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং জিততে হবে। এটা বার্সার হয়ে জিততে হবে।”
দুটি টুর্নামেন্টে শিরোপা জিততে না পারায় ট্রফি দিয়ে মৌসুম শেষ করতে বার্সেলোনাকে এখন তাকিয়ে থাকতে হবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে। লিগে শীর্ষস্থানে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে বার্সার অবস্থান তালিকার তিনে। ২০ ম্যাচ তাদের সংগ্রহে ৪৪ পয়েন্ট। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়ন নাপোলি।
এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে শিরোপা জিততে না পারলে ক্লাব ছাড়তে হতে পারে জানিয়ে শাভি বলেন, “মৌসুম শেষে যদি লড়াই করতে না পারি, তাহলে আমাকে চলে যেতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব কোচের ক্ষেত্রেই। এটা বড় ক্লাব। এটা বার্সেলোনা। আমি জানি কোথায় আছি এবং দলের কী চাহিদা আছে। আমাদের ট্রফি জিততে হবে। অথবা অন্তত সেটার জন্য লড়াই করতে হবে।”
মন্তব্য করুন: