ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার বাংলাদেশের সানজিদা
২৫ জানুয়ারি ২০২৪
ওপার বাংলার বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকতায় গেছেন বাংলাদেশের সাফজয়ী তারকা ফুটবলার সানজিদা আক্তার। ক্লাবটির শত বছরের ইতিহাসে সানজিদাই প্রথম বিদেশি নারী ফুটবলার। লাল-হলুদ জার্সি গায়ে তিনি মেয়েদের আই লিগে খেলবেন। একই লিগে কিকস্টার্ট এফসির হয়ে খেলছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
ভিসা সমস্যার কারণে সানজিদার ভারতে যেতে কিছুটা দেরি হয়েছে। বুধবার সানজিদাকে বিমানবন্দরে বরণ করে নেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। সেদিনই সাবিনা ওডিশা এফসির বিপক্ষে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে অবশ্য তার দল হেরে গেছে। আগামী ৫ ফেব্রুয়ারি কিকস্টার্টের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে বাংলাদেশের দুই তারকা ফুটবলারের লড়াই দেখতে পারবেন দর্শকরা।
সানজিদার মুখোমুখি হওয়ার আগে প্রিয় সতীর্থকে শুভকামনা জানিয়েছেন সাবিনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সানজিদাকে উদ্দেশ্য করে সাবিনা লিখেছেন, “খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে সানজিদা। ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে তোমার নতুন যাত্রায় শুভেচ্ছা। চলো দুজন একসঙ্গে মিলে দেশকে গর্বিত করি।”
মন্তব্য করুন: