লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

২৬ জানুয়ারি ২০২৪

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে প্রথমেই আছে লিভারপুল। দলের পারফরমেন্স নিয়েও সমর্থকদের মনে কোনো ছিল না কোনো ক্ষোভ। বুধবারই দলকে তুলেছেন ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালেও। এরপরেও চলতি মৌসুম শেষে অল রেডদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

শুক্রবার ক্লাব কর্তৃপক্ষের তরফ হতে ক্লপের দায়িত্ব ঝাড়ার বিষয়টি জানানো হয়। ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি থাকলেও নিজেরশক্তি ফুরিয়ে আসছে’ জানিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই জার্মান কোচ।  

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন ক্লপ। অল রেডদের সঙ্গে সাড়ে ৮ বছরের যাত্রায় ২০১৯-২০ মৌসুমে দলকে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতান। তার আগের মৌসুমে ২০০৫ সালের পর লিভারপুরকে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জেতান তিনি।

গত নভেম্বরেই ক্লাব কর্তৃপক্ষকে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন ক্লপ। আর এ বিষয়ে লিভারপুল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী এই কোচ বলেন,বিষয়টাকে এভাবে বলতে পারি, আমার শক্তি শেষ হয়ে আসছে। আমি বুঝতে পারছি এই মুহূর্তে অনেক মানুষের কাছেই এটা একটা ধাক্কার মতো। যখন আপনি প্রথমবারের মতো এটা শুনবেন। তবে আমি অবশ্যই এটা বোঝাতে পারব অথবা বোঝানোর চেষ্টা করতে পারি।

আমার এখন কোনো সমস্যা নেই। আমি অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম যে কোনো এক সময় আমাকে এই ঘোষণা দিতেই হতো। তবে আমি এখন একদম ঠিক আছি। আমি জানি একই কাজ আমি বারংবার করতে পারব না।

লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে সব ধরনের বড় শিরোপার স্বাদ দিয়েছেন ক্লপ। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ট্রফি ছাড়াও দলকে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতান। এছাড়াও এই জার্মান কোচের অধীনে এফএ কাপ, ফুটবল লিগ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে অল রেডরা।

সাক্ষাৎকারে ক্লাব ও ক্লাব সমর্থকদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে ক্লব বলেন, আমি এই ক্লাবের সবকিছুই অনেক ভালোবাসি। এই শহরের সবকিছু ভালোবাসি। আমাদের সমর্থকদের সবকিছু ভালোবাসি। আমি তাদের ভালোবাসি। আমি কর্মচারীদের ভালোবাসি। তবে এরপরেও আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার মনে হয়েছে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: