বেনজেমার রিয়ালে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আনচেলত্তি
২৭ জানুয়ারি ২০২৪
বেশ কিছুদিন ধরেই ইউরোপিয়ান ফুটবলে গুঞ্জন চলছে, সৌদি প্রো লিগ ছাড়তে চাচ্ছেন করিম বেনজেমা। এরই মাঝে খবর বেরোয় ফরাসি এই ফরোয়ার্ডকে আবারও রিয়াল মাদ্রিদে ফেরাতে চান কার্লো আনচেলত্তি। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গেও নাকি এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। তবে, সংবাদমাধ্যমগুলোতে আসা এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ।
গত মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি তাদের এক সূত্রের বরাত দিয়ে প্রকাশ করা এক প্রতিবেদনে জানায়, সৌদি ক্লাব আল-ইত্তিহাদে ‘চাপ’ অনুভব করায় নিজের সেরাটা দিতে পারছেন না বেনজেমা। তাই তিনি ক্লাব ছাড়তে চান। তবে চাপ থেকে দূরে থাকতে সামসয়িক সময়ের জন্য ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে পরিবেশ বদলানোর জন্য ধারে অন্য ক্লাবে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
এই খবর প্রকাশিত হতেই বেনজেমাকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের মতো ক্লাবগুলো আগ্রহ দেখিয়েছে বলে জানা যায়। তখনই বাতাসে গুঞ্জন ভাসতে শুরু করে, সাবেক শিষ্যকে দলে ফেরাতে চান আনচেলত্তি। আর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই গুঞ্জনকে এক বাক্যে উড়িয়ে দিয়ে রিয়াল কোচ বলেন, “এটা সত্য নয়। ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা এ বিষয়ে কথাই বলিনি।”
রিয়ালের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে মোট ২৪টি শিরোপা জিতেছেন বেনজেমা। যার মধ্যে রয়েছে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ চারটি লিগ শিরোপা। গত জুনে নতুন চ্যালেঞ্জ নিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ছেড়ে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। তবে মরুর দেশে নতুন চ্যালেঞ্জ নিতে গিয়ে ৩৬ বছর বয়সী এই তারকা এখনও নিজেকে মানিয়ে নিতে পারেননি। লিগে এখন পর্যন্ত করেছেন ৯ গোল। আর ১৮ ম্যাচ শেষে তার দল পয়েন্ট তালিকার ৮ নম্বরে অবস্থান করছে।
বেনজেমার সঙ্গে মৌসুমের শুরুতে লিভারপুল ছেড়ে প্রো লিগের আরেক দল আল-ইত্তিফাকে যোগ দেন জর্ডান হেন্ডারসন। তবে সৌদি আরবে ছয় মাসও টিকতে পারেননি এই ইংলিশ মিডফিল্ডার। প্রো লিগ ছেড়ে কদিন আগে তিনি যোগ দেন নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স আমর্স্টারডামে।
মন্তব্য করুন: