ফুটবলে দলবদলে রেকর্ড খরচ ২০২৩ সালে

৩১ জানুয়ারি ২০২৪

ফুটবলে দলবদলে রেকর্ড খরচ ২০২৩ সালে

দলবদলে অর্থের ছড়াছড়িতে বেশ রমরমা একটি বছর পার করেছে ফুটবল বিশ্ব। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে গত বছর বিশ্বে খেলোয়াড় কেনায় ৯৬৩ কোটি ডলার খরচ করেছে ক্লাবগুলো, যা ২০২২ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

গত মঙ্গলবার ২০২৩ সালে দলবদলে বিশ্বের ক্লাবগুলোর খরচের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ফিফা। করোনা ভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিক ধাক্কায় ২০২০ ২০২১ সালে দলবদলে খরচ করা কমে যায়। ২০২২ সালে সেই আবার খরচ বাড়ে। আর গত বছর খেলোয়াড় কেনাবেচায় এই খরচ ২০২২ সালের চেয়ে ৪৮ দশমিক শতাংশ বৃদ্ধি পায়।

এর আগে এক বছরে দলবদলে সর্বোচ্চ খরচের রেকর্ডটি ছিল ২০১৯ সালের। সে বছর ক্লাবগুলো ৭৩৫ কোটি ডলারেরও বেশি খরচ করেছিল। আর ২০২৩ সাল তা ২০০ কোটি ডলারের বেশি ব্যবধানে ভেঙে দিয়েছে।

গত বছর ইংল্যান্ডের ক্লাবগুলো ২৯৬ কোটি ডলার খরচ করে দেশের তালিকায় সবার উপরে রয়েছে।

গত বছর জানুয়ারিতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের দলে ভিড়িয়ে বড় চমক দেখায় সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসের। সেই ধারা অব্যহত রেখে গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপ থেকে আরও বেশ কিছু নামীদামি খেলোয়াড়কে দলে নেয় সৌদি ক্লাবগুলো। ২০২২ সালে যেখানে তাদের মোট খরচ ছিল কোটি ৪০ লাখ ডলার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৭ কোটি ডলারে। আর তাতেই ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ পাঁচ খরুচে দেশের তালিকায় নাম লেখায় সৌদি আরব।

অন্যদিকে, দলবদল থেকে আয়ের দিক থেকে সবার উপরে আছে জার্মানির ক্লাব গুলো। ২০২৩ সালে খেলোয়াড় বিক্রি করে তাদের মোট আয় ১২১ কোটি ডলার। এছাড়াও দলবদলের বিনিময়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে ফ্রান্স (১১৯ কোটি ডলার), ইংল্যান্ড (১০৪ কোটি ডলার) ইতালি (১০২ কোটি ডলার)

গত বছর দলবদলে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বরুশিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহ্যামের রিয়াল মাদ্রিদে যোগদান, এনসো ফের্নান্দেসের পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে চেলসিতে যাওয়া এবং টটনাম হটস্পার ছেড়ে হ্যারি কেইনের বায়ার্ন মিউনিখে পাড়ি জমানো। ফিফার প্রতিবেদন মতে, দলবদলে থাকা শীর্ষ ১০ ফুটবলারের পেছনেই মোট খরচের ১০ শতাংশেরও বেশি টাকা ঢেলেছে ক্লাবগুলো।  

খেলোয়াড় কেনায় ২০২৩ সালে সবচেয়ে বেশি টাকা ঢেলেছে চেলসি। তাদের পরের অবস্থানে রয়েছে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। শীর্ষ পাঁচে থাকা বাকি তিন ক্লাব হলোলিভারপুল, রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ। লাতিন আমেরিকান ক্লাবগুলোর মধ্যে খরচে শীর্ষে ফ্লামেঙ্গো। কনকাক্যাফ অঞ্চল থেকে খরচের দিক দিয়ে সবার উপরে লিওনেল মেসির ইন্টার মায়ামির। এশিয়ার ক্লাবগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নেইমারের আল-হিলাল। আফ্রিকা অঞ্চল থেকে শীর্ষস্থান দখল করেছে মিসরের ক্লাব আল আহলি।

মন্তব্য করুন: