বার্সার দায়িত্ব ছেড়ে মুক্তির আনন্দে ভাসছেন শাভি
৩১ জানুয়ারি ২০২৪
বার্সেলোনার কোচিংয়ের দায়িত্ব যে কতটা কঠিন আর দুর্বিষহ চাপের তা যেন এতদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন দলটির কোচ শাভি এরনান্দেস। চলতি মৌসুমে নিজেদের সেরা ছন্দেও নেই গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা। একের পর এক হতাশাজনক পারফরমেন্সে দল যখন বিপর্যস্ত, তখনই মৌসুম শেষে দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শাভি। আর দলটির সাবেক এই তারকা মতে, এই ঘোষণা দেওয়ার পর থেকেই স্বাধীনতার স্বাদ পাচ্ছেন।
বুধবার লিগে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কোচ হিসেবে ক্লাবে নিজের অনুভূতির কথা জানিয়ে শাভি বলেন, “তারা আপনাকে এমন অনুভূতি দেবে যে, প্রতিটি মূহূর্তে এখানে আপনার কোনো মূল্য নেই। সব কোচের ক্ষেত্রেই এটা হয়েছে। পেপ (গুয়ার্দিওলা) এটা বলেছে আমাকে, এর্নেস্তো (ভালভের্দে) বলেছে। লুইস এনরিকের ক্ষেত্রে তো এখানে থেকে আমি নিজের চোখেই দেখেছি।”
দলের কাছ থেকে প্রত্যাশার পারদ অনেক বেশি থাকায় বার্সেলোনার কোচরা নাকি শান্তি মতো জীবনযাপন করতে পারে না বলেও দাবি করেন শাভি। যার প্রভাব পড়ে দলের পারফরমেন্সে। কিন্তু অন্য কোথাও কোনো কোচ এরকম চাপে থাকে না। তাই বিদায়ের ঘোষণায় এখন তিনি মুক্তির আনন্দে ভাসছেন।
“আমার মনে হয়, এই ক্লাবে কোচদের কাছে চাহিদার ক্ষেত্রে বড় একটি সমস্যা আছে। প্রথমত, এই দায়িত্ব এখানে উপভোগ করার উপায় থাকে না। খুব ভালো জীবন কাটানো যায় না এখানে। এটা মনে হয় যে, আপনার জীবন যেন প্রতিটি মুহূর্তের উপর নির্ভর করছে। অন্য কোথাও এমনটা হয় না। এই ঘোষণা দেওয়ার পর ব্যক্তিগতভাবে আমি মুক্তির আনন্দ পাচ্ছি। তবে এখনও আমি দারুণভাবে উজ্জীবিত।”
গত শনিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন শাভি। লিগে ঘরের মাঠে শেষ ৪ ম্যাচের ৩টিতেই হারের মুখ দেখেছে তারা। এছাড়াও গত সপ্তাহে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় কাতালান ক্লাবটি।
শাভির অধীনে গত মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও ঘরে তুলেছিল বার্সেলোনা। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে থাকলেও বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষে থাকা জিরোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। ফলে, লিগে শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেছে।
মন্তব্য করুন: