নাইটক্লাবে যাওয়ায় র্যাশফোর্ডের শাস্তি প্রাপ্য – ম্যান ইউ কোচ
১ ফেব্রুয়ারি ২০২৪
এমনিতেই ফর্মে নেই মার্কাস র্যাশফোর্ড। চলতি মৌসুমে ২৬ ম্যাচে মাত্র চার বার জালের দেখা পেয়েছেন। এর মাঝেই ক্লাবের শৃঙ্খলা ভেঙে নাইট ক্লাবে গিয়ে জন্ম দিয়েছেন সমালোচনার। শাস্তি হিসেবে তাকে এফএ কাপের ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এবার উলভারহ্যাম্পটন ম্যাচের আগে টেন হাগ বললেন, র্যাশফোর্ডকে শাস্তি দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল।
গত সপ্তাহে কাউকে না জানিয়ে নাইট ক্লাবে সময় কাটাতে যান র্যাশফোর্ড। পরদিন গত বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে অনুশীলন করেননি। কিন্তু দ্রুতই ফাঁস হয়ে যায় তার নাইটক্লাবে যাওয়ার খবর। দলের শৃঙ্খলাভঙ্গ করায় চটে যান টেন হাগ। এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিউপোর্ট কাউন্টির বিপক্ষে ম্যাচের দলে তিনি র্যাশফোর্ডকে রাখেননি।
বৃহস্পতিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে টেন হাগ বলেন, “ফুটবলে, মাঠে ও মাঠের বাইরে আপনার শৃঙ্খলাবদ্ধ হতে হবে। সবকিছুর একটা সীমারেখা আছে এবং সব খেলোয়াড়, পেশাদাররা তা জানে। কখন কী করণীয়, তারা জানে। আমাদের ম্যাচ জয়ের দিকে দৃষ্টি দিতে হবে এবং এটাই মূল কথা। সব শীর্ষ পর্যায়ের পেশাদার খেলোয়াড়ই জানে, কী প্রয়োজনীয়।”
ধরা পড়ার পর র্যাশফোর্ড নিজের দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। এ কারণে উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিনি খেলার সুযোগ পেলেও পেতে পারেন। এছাড়া টেন হাগও বিষয়টির ইতি টানার কথা বলছেন, “র্যাশফোর্ড তার দায় নিয়েছে এবং বাকিটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এই ঘটনার এখানেই সমাপ্তি। এটা নিয়ে আর কিছুই বলার নেই। যেহেতু আমি বলেছি, ওই ইস্যু এখানেই শেষ।”
মন্তব্য করুন: