রোমাঞ্চকর জয়ের পরও খুশি নন ম্যান ইউ কোচ

২ ফেব্রুয়ারি ২০২৪

রোমাঞ্চকর জয়ের পরও খুশি নন ম্যান ইউ কোচ

এমনিতেই মৌসুমটা মোটেও ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরমেন্স কিংবা জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছে বেশ কয়েকবার। বৃহস্পতিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচেও এগিয়ে থাকার পরেও এরিক টেন হাগের দলকে পয়েন্ট খুঁইয়ে ফিরতে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে ম্যাচ নিজেদের করে নিলেও দলের সামগ্রিক পারফরমেন্সে খুশি হতে পারছেন না ইউনাইটেড কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই দলে ফেরা মারকাস র‌্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইডেট। ২২তম মিনিটে রসমুস হয়লুন্দ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়েই ছিল টেন হাগ শিষ্যরা। কিন্তু ৭১তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকরা ব্যবধান কমালে ইউনাইটেডের ছন্দপতনের শুরু হয়। চার মিনিট পর স্কট ম্যাক ম্যাকটমিনে ব্যবধান ৩-১ করলেও ৮৫তম মিনিট ও যোগ করা সময়ে বল জালে জড়িয়ে ম্যাচে সমতায় ফেরে উলভসরা। দুই মিনিট পর শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মিডফিল্ডার কবি মেইনুর গোল করলে হাঁফ ছেড়ে বাঁচে ইউনাইটেড সমর্থকরা।

এই জয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরলেও ম্যাচ শেষে টেন হাগ জানান, তার ভেতরে চলা দুই ধরনের অনুভূতির কথা। দলের সামগ্রিক পারফরমেন্সে খুব একটা খুশি না হতে পারা এই ডাচ কোচ বলেন, “আমার অনুভূতি মিশ্র। একদিক থেকে আমি খুবই সন্তুষ্ট। অবশ্যই এটা অনেক বড় জয় এবং নিরপেক্ষ দর্শকের দিক থেকে দারুণ উপভোগ্য এক ম্যাচ।

তবে ম্যানেজার হিসেবে, এক ঘণ্টা ধরে দলকে দাপটে খেলতে দেখার পর, যখন ৩-০ বা ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে উল্টো গোল হজম করতে হয়েছে। মাঠে এসব আরও ভালোভাবে সামলাতে হবে আমাদেরকে। এভাবে চলতে পারে না।

এর আগেও মৌসুমে বেশ কিছু ম্যাচে ছোট ছোট ভুলের কারণে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইউনাইটেড। এই ম্যাচেও সেটির পুনরাবৃত্তি হতে চলেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারায় নিজের ভালো লাগার কথা জানান টেন হাগ।

ম্যাচ আরও ভালোভাবে সামলানো উচিত ছিল আমাদের। এই ধরনের ভুলগুলি আমাদের দূর করতে হবে। এসব চলতে দেওয়া যায় না। এই মৌসুমে আরও কিছু ম্যাচে এরকম হয়েছে আমাদের। মাঠে নেতৃত্ব দেখতে চাই আমি, এই ধরনের গোল হজম করা চলবে না। এই কারণেই বলেছি যে মিশ্র অনুভূতি এই ম্যাচ নিয়ে। এমনিতে দলের পারফরমেন্স ও কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুশি।

২২ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে অবস্থান করছে ইউনাইটেড।

মন্তব্য করুন: