প্রতিপক্ষ ফুটবলারকে ‘ধর্ষক’ বলায় বিপাকে বেলিংহ্যাম

৩ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিপক্ষ ফুটবলারকে ‘ধর্ষক’ বলায় বিপাকে বেলিংহ্যাম

রিয়াল মাদ্রিদে কোনো বিতর্ক ছাড়া বেশ ভালোই সময় কাটছিল জুড বেলিংহ্যামের। দলের হয়ে নিয়মিত পারফর্ম করে হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্যও। তবে প্রতিপক্ষ ফুটবলার ম্যাসন গ্রিনউডকে আপত্তিকর মন্তব্যের কারণে বিপাকে পড়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। যার ফলে, লা লিগা কর্তৃপক্ষের তদন্তের মুখে পড়েছেন তিনি।

বৃহস্পতিবার লা লিগায় হেতাফের বিপক্ষের ম্যাচে - গোলে জয় পায় রিয়াল। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে উক্ত ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের হয়ে এক ম্যাচ খেলা গ্রিনউডকে ট্যাকেল করার পর তাকে কিছু একটা বলছেন বেলিংহ্যাম। যা দেখে অনেকেই দাবি করেন, রিয়াল মিডফিল্ডার গ্রিনউডকেধর্ষক বলে সম্বোধন করেছেন।

ম্যাচ শেষে এই ঘটনার জন্য হেতাফে আনুষ্ঠানিকভাবে লা লিগার কাছে অভিযোগ জানায়। আর অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে একজনলিপ রিডার (যিনি শব্দ না শুনেই কেবল ঠোঁট নাড়ানো দেখে কথা বুঝতে পারেন) নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে লা লিগার পক্ষ থেকে বলা হয়, “হেতাফে গতকাল আনুষ্ঠানিকভাবে  লা লিগা ম্যাচ পরিচালকের কাছে অভিযোগ দায়ের করেছে। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তিনি লিপ রিডিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

এই ঘটনায় জেরেমি ফ্রিম্যান নামে এক লিপ রিডিং বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, “ভিডিও ক্লিপটি ভালোভাবে পর্যালোচনা করার পর আমি ৯৭ শতাংশ নিশ্চিত, যে কথাটি বলা হয়েছে, তা হলোরেপিস্ট বিশেষ করে যে অবস্থায় এবং যে কারণে এটা ব্যবহার করা হয়েছে।

বেলিংহ্যামের বিরুদ্ধে আনা অভিযোগ অভিযোগ সত্য প্রমাণিত হলে, বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন রিয়ালের হয়ে ২৭ ম্যাচে ১৮ গোল করা এই ফুটবলার।

গ্রিনউডকে ২০২২ সালের জানুয়ারিতে বান্ধবীকে পেটানো ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছিল। তবে গত বছর ফেব্রুয়ারিতে এই ফরোয়ার্ডকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে হেতাফেতে যোগ দেন গ্রিনউড।

মন্তব্য করুন: