ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
৪ ফেব্রুয়ারি ২০২৪
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা দুই দলের লড়াইয়ে জয় হলো বাংলাদেশের। মোসাম্মাত সাগরিকার একমাত্র গোলে সাফের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। অথচ, প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। যে কারণে তাদের শক্তিমত্তা নিয়ে বাংলাদেশ দলে এক ধরনের সমীহই তৈরি হয়েছিল। আজ তারা পাত্তাই পেল না বাংলাদেশের কাছে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল ভারত। ১২তম মিনিটে সুযোগ পেয়েও বল বারের বাইরে মারেন ভারতের নেহা। তাদের একের পর এক আক্রমণ দারুণভাবে সামলে দিচ্ছিলেন বাংলাদেশের রক্ষণভাগে থাকা অধিনায়ক আফঈদা খন্দকার, জয়নাব বিবি রিতা, সুরমা জান্নাত এবং কিপার স্বপ্না রানি মণ্ডল। একটু গুছিয়ে ওঠার পর পাল্টা আক্রমণ শুরু করে বাংলাদেশ।
স্বপ্না, মুনকিরা ভারতের রক্ষণ কাঁপালেও বলার মতো কোনো সুযোগ তৈরি হচ্ছিল না। ভারতের দূর্গে বারবার ঢুকে পড়লেও গোল করতে পারছিলেন না কেউ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা ভারতের ওপর আধিপত্য বিস্তার করেই খেলেছে। এই অর্ধে ভারত বলতে গেলে সুযোগই পায়নি। ৭২ মিনিটে স্বপ্না রানি ভারতীয় গোলকিপার আনিকা দেবীকে একা পেয়েও গোল করতে পারেননি। ৮৭ মিনিটে মুনকি আক্তার নিশ্চিত একটি সুযোগ হাতছাড়া করেছেন।
অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। আগের ম্যাচে নেপালের বিপক্ষে তিনি জোড়া গোল করেছিলেন। এদিন সাগরিকার একমাত্র গোলেই জয় নিয়ে, ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে সাইফুল বারীর শিষ্যরা। ভুটানের বিপক্ষে পরের ম্যাচটা বাংলাদেশের মেয়েদের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতা। ৮ তারিখের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হয়- সেটাই এখন দেখার।
মন্তব্য করুন: