টসের সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশ হারেনি
৮ ফেব্রুয়ারি ২০২৪
ছবি : বাফুফে
মূল সময়ের খেলায় ছিল সমতা। অতিরিক্ত সময়েও তাই। এমনকী টাইব্রেকারও মীমাংসা হয়নি! তাই শেষ পর্যন্ত বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপাজয়ী বাছতে করা হলো টস। সেই টসে জিতে চ্যাম্পিয়ন হলো ভারত। এরপরই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বাংলাদেশ। কারণ এই টুর্নামেন্টে টসের কোনো নিয়ম নেই। পরে নিজের ভুল স্বীকার করে টসের ফলাফল প্রত্যাহার করেন ম্যাচ কমিশনার। ফের টাইব্রেকারের ঘোষণা আসে। কিন্তু এই পর্যায়ে বেঁকে বসে ভারত।
যেহেতু একবার তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, তাই ভারতীয় দল আর টাইব্রেকারে যেতে রাজি হয়নি। তারা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায় ভারত। একপর্যায়ে তারা স্টেডিয়াম ছাড়ে। পরবর্তী সিদ্ধান্তের জন্য এখন সবাই অপেক্ষা করছে।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৮ মিনিটেই এগিয়ে যায় সফরকারী দল। অধিনায়ক নিতু লিন্ডার ডিফেন্স চেরা পাস ধরে দ্রুত গতিতে বাংলাদেশের বক্সে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন শিবানি দেবি। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। সেগুলো মিস না করলে ভারতকে গোলের মালা পরাতে পারতেন সাগরিকারা।
৯০ মিনিট খেলা শেষে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। সমর্থকেরা যখন নিশ্চিত পরাজয় ভেবে হতাশায় মূহ্যমান, ঠিক তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান সেই সাগরিকা। বক্সের বাইরে থেকে পেয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকে বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। উল্লাসে মাতে পুরো গ্যালারি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এই পর্বে দুই দলের ১১টি শটই জালে জড়ায়! তাই মীমাংসা হয়নি। শেষ পর্যন্ত টস করে ফাইনালের বিজয়ী নির্ধারণ করা হয়। কিছুক্ষণ আগেও উল্লাসে মাতোয়ারা গ্যালারি ফের হতাশায় ডুবে যায়। কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। পরে বাংলাদেশের প্রতিবাদের মুখে প্রত্যাহার করা হয় টসের ফলাফল।
মন্তব্য করুন: