লাল-হলুদের পর ফুটবলে এবার নীল কার্ড?
৯ ফেব্রুয়ারি ২০২৪
ফুটবলে ফাউলের মাত্রার উপর নির্ভর করে এতদিন খেলোয়াড়দের হলুদ ও লাল কার্ড দিয়ে আসছিলেন রেফারিরা। তবে এবার এই দুই রঙের কার্ডের পাশাপাশি ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নীল কার্ড চালু করার চিন্তাভাবনা করছে। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হতে পারে। কিন্তু এখনই এমন কিছু হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আইএফএবি বলছে, হলুদ ও লালের মাঝামাঝি অপরাধের ক্ষেত্রে অর্থাৎ, বাজে ব্যবহার কিংবা নিষ্ঠুর ফাউলের ক্ষেত্রে নীল কার্ডের প্রয়োগ করা হবে। এই নিয়মের নাম দেওয়া হয়েছে সিন-বিন। যদি কোনো খেলোয়াড়কে একবার নীল কার্ড দেখানো হয় তাহলে শাস্তি হিসেবে সেই খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বর্তমানে ইংল্যান্ডের তৃণমূল পর্যায়ের ফুটবলে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। তবে কবে নাগাদ এবং কোন শীর্ষ প্রতিযোগিতায় প্রথম এই আইনের ব্যবহার শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার নীল কার্ডের বিষয়ে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদন প্রচার করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ ফিফার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে নীল কার্ডের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে ফিফা, “শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও অপরিপক্ব। এমন কোনো পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করতে হলে সেটি নিয়ম মেনে নিম্নস্তরের ফুটবলে সীমাবদ্ধ রাখা উচিত। আগামী ২ মার্চ আইএফএবির বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনার পর বিস্তারিত জানাবে ফিফা।”
FIFA wishes to clarify that reports of the so-called 'blue card' at elite levels of football are incorrect and premature.
— FIFA Media (@fifamedia) February 8, 2024
Any such trials, if implemented, should be limited to testing in a responsible manner at lower levels, a position that FIFA intends to reiterate when this…
অন্যদিকে আইএফএবির পক্ষ হয়ে আগেই জানানো হয়েছে, তৃণমূল ফুটবলে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহারে তারা সফল হয়েছে। ফলে, এই কার্ডের ব্যবহার তারা আরও ছড়িয়ে দিতে চায়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো একটু নিচের দিকের টুর্নামেন্টে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে।
ইংলিশ দৈনিক গার্ডিয়ানের মতে, এফএ কাপে এই নিয়মটি পরীক্ষামুলকভাবে চালু করা যায় কি না – তা ভেবে দেখছে দেশটির ফুটবল ফেডারেশন।
নীল কার্ড তথা সিন-বিনের পক্ষে এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, “তৃণমূল পর্যায়ে সিন–বিন সমস্যা সমাধানের চেয়ে সমস্যার প্রতিরোধে বড় অবদান রেখেছে। খেলোয়াড়েরাও একটি পর্যায়ে গিয়ে উপলব্ধি করবে, সিন–বিন থাকায় সীমালঙ্ঘন করা যাবে না। আশা করি, (উঁচু স্তরেও) পরিবর্তনটা আসবে।”
মন্তব্য করুন: