রেফারি কেন শট বাতিল করলেন? বুঝতে পারছেন না স্বর্ণা
৯ ফেব্রুয়ারি ২০২৪
স্বর্ণার ঠেকিয়ে দেওয়া সেই পেনাল্টি শট। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশ-ভারত ভাগাভাগি করলেও বিতর্ক থামছে না। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দাবি করছেন, টাইব্রেকারেই জিতে যেতে পারত বাংলাদেশ, যদি রেফারি ভারতের একটি শট বাতিল না করতেন। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের গোলকিপার স্বর্ণা রানি মণ্ডল। রেফারির সিদ্ধান্ত মেনে নিলেও গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে মূল সময়ের খেলা ১-১ সমতায় ছিল। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও ১১-১১ সমতা থাকার পর হুট করেই টসের সিদ্ধান্ত হয়। পরের নাটকীয়তা সবারই জানা। কিন্তু টাইব্রেকারে ভারতের নবম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন স্বর্ণা। বাংলাদেশ দলে যখন উচ্ছাস ছড়িয়ে পড়েছিল, তখনই রেফারি শট বাতিলের বাঁশি বাজান। পরে সেই শটটি আবারও নেয় ভারত।
রেফারির বক্তব্য ছিল, ভারতের হিনার শট ঠেকানোর আগে গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্বর্ণা। তবে বাংলাদেশের এই গোলকিপার তা মানতেই পারছেন না, “আমি আসলে জানি না কেন রেফারি ওই শট বাতিল করে দিলেন। আমি জানতে চেয়েছিলাম তার কাছে, আমাদের সবাই জানতে চেয়েছে। তিনি বলেছেন, আমি নাকি শটটি নেওয়ার সময় গোললাইন থেকে বেরিয়ে এসেছি। গোললাইন থেকে বেরিয়ে যদি আসি সেটি শটটি নেওয়ার পর, আগে আমি বের হইনি। যাহোক, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা মেনে নিয়েছি।”
মন্তব্য করুন: