নেশন্স লিগের একই গ্রুপে ইতালি ও ফ্রান্স
৯ ফেব্রুয়ারি ২০২৪
উয়েফা নেশন্স লিগের একই গ্রুপে পড়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে তাদের আরেক সঙ্গী শক্তিশালী দল বেলজিয়াম। বৃহস্পতিবার প্যারিসে ২০২৪-২৫ নেশন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে।
নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আছে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া এবং রবের্ট লেভানডোফস্কির পোল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ৪ নম্বর গ্রুপে খেলবে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়ার সঙ্গে। ড্রতে একই গ্রুপে পড়েছে ২০২৪ ইউরোর গ্রুপসঙ্গী জার্মানি ও হাঙ্গেরি। ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে তাদের সঙ্গে আছে আরেক পরাশক্তি নেদারল্যান্ডস।
চতুর্থ আসরে এসে নেশন্স লিগে প্রথমবারের মতো থাকছে কোয়ার্টার-ফাইনালের লড়াই। ‘এ’ লিগের চারটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটের লড়াইয়ে।
অন্যদিকে, গত আসরে বাজে পারফরম্যান্সের কারণে এবারের আসরে ‘বি’ লিগে খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের সঙ্গে ২ নম্বর গ্রুপে আছে তারা। আর ইউক্রেনে আক্রমণের কারণে এবারের আসরে রাশিয়াকে বিবেচনা করা হয়নি।
আরও পড়ুন: উয়েফা নেশন্স লিগের খুঁটিনাটি
নেশন্স লিগে গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের সঙ্গে খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। একই নিয়মে আসরের কোয়ার্টার-ফাইনালও অনুষ্ঠিত হবে। আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের নেশন্স লিগ। কোয়ার্টার-ফাইনাল হবে ২০২৫ সালের ২০-২৩ মার্চ। সেমি-ফাইনাল হবে ৪ ও ৫ জুন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল দিয়ে একই বছরের ৮ জুন আসরের সমাপ্তি হবে।
এই লিগের শীর্ষ চার গ্রুপের চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ বাছাইয়ে তাদের গ্রুপের শীর্ষ দুইয়ের বাইরে থাকলেও সরাসরি প্লে অফে খেলার সুযোগ পাবে।
গ্রুপ এ১: ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড ও স্কটল্যান্ড
গ্রুপ এ১ : ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল
গ্রুপ এ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া
গ্রুপ এ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া
লিগ ‘বি’
গ্রুপ বি১: চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া
গ্রুপ বি২: ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস
গ্রুপ বি৩: অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্থান
গ্রুপ বি৪: ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক
লিগ ‘সি’
গ্রুপ সি১: সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া
গ্রুপ সি২: রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: লাক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুশ
গ্রুপ সি৪: আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন
গ্রুপ ডি২: মলদোভা, মাল্টা, এন্ডোরা।
(আগামী মাসে লিথুয়ানিয়া ও জিব্রাল্টারের একটি প্লে অফ ম্যাচ দিয়ে নির্ধারিত হবে, কোন দল লিগ ডি-তে খেলবে)
মন্তব্য করুন: