নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন, ‘কার্যকর’ আলোচনার দাবি
১১ ফেব্রুয়ারি ২০২৪
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তার ক্লাব আল হিলাল বিদেশি কোটার সদ্ব্যবহার করার জন্য আল হিলাল এ মৌসুমের প্রো লিগের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়ে আরেকজনে রেখেছে। দলটির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন নেইমার। এবার গুঞ্জন শুরু হয়েছে, ব্রাজিল তারকা নাকি তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে আগ্রহী!
কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসের একাডেমিতেই ফুটবলার হিসেবে বেড়ে উঠেছেন নেইমার। ২০০৩ সালে তিনি সিনিয়র দলে খেলার সুযোগ পান। পরবর্তী ৬ মৌসুমে একটি লিবের্তাদোরেস কাপসহ জেতেন ৬টি শিরোপা। ২০০৯ সালে তাকে দলে নেয় বার্সেলোনা। ২০১৭ সাল পর্যন্ত স্পেনের ক্লাবটিতে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন। ওই বছর রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার পরই নেইমারের উল্টো পথে হাঁটা শুরু হয়।
ফরাসি ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় তো দূরের কথা, নেইমারের পারফরম্যান্সের গ্রাফই ছিল নিম্মমুখী। সেইসঙ্গে সতীর্থদের সঙ্গে বিবাদ, দর্শকদের দুয়োধ্বনি যেন নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল নেইমারের জন্য। পিএসজিতে টিকতে না পেরে ৩২ বছর বয়সী তারকা নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানেও তিনটি ম্যাচ খেলেই চোটে আক্রান্ত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন!
এর মাঝেই গুঞ্জন উঠেছে, নেইমার নাকি সৌদিতে থাকতে চান না। এছাড়া আল হিলালও চোটপ্রবণ নেইমারকে আর রাখতে চায় না। এমতাবস্থায় সম্প্রতি সান্তোসের সভাপতি মার্সেলো তিসেইরা ইএসপিএন ব্রাজিলকে বলেছেন, শৈশবের ক্লাবে ফেরার বিষয়ে নেইমারের সঙ্গে তার কথা হয়েছে। উভয়ের আলোচনা কার্যকর ছিল বলেও তিনি উল্লেখ করেন, “সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও কখনো কখনো অনেক কার্যকর হয়। এখানে (সান্তোস) খেলার জন্য তাকে আগে ভালোভাবে সেরে উঠতে হবে।”
মন্তব্য করুন: