‘রিয়ালেই খেলছে বিশ্বের সেরা ছয় ফুটবলার’
১১ ফেব্রুয়ারি ২০২৪
স্প্যানিশ লা লিগার শিরোপা নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও জিরোনা। ফুটবলবোদ্ধারাও বলছিল, এই দুই দলের ম্যাচে যে-ই জিতবে, তারাই শিরোপা লড়াইয়ে বেশ এগিয়ে যাবে। কিন্তু বড্ড একপেশে লড়াইয়ে রিয়ালের কাছে এক প্রকার উড়েই গেছে মৌসুমের চমক জিরোনা। আর ম্যাচে ভিনিসুস জুনিয়রের দুর্দান্ত পাফরম্যান্সের কারণে তাকে ‘বিশ্বসেরা’ আখ্যা দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। একই সঙ্গে জানিয়েছেন, বিশ্বের সেরা ছয় ফুটবলার এখন তার দলেই খেলছেন।
শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে তালিকার দুইয়ে থাকা জিরোনাকে ৪-০ গোলে হারায় রিয়াল। ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ভিনিসুস। এরপরে দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৩৫তম মিনিটে তার বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। বিরতির পর ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। এরপর ৬১তম মিনিটে জাতীয় সতীর্থ রদ্রিগোর করা গোলেও সহায়তা করেন ভিনিসুস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী ভিনিসুসকে সময়ের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন আনচেলত্তি। এই ব্রাজিলিয়ান তারকাকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ বলেন, “সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে, তখন সে বিশ্বসেরা। এটা আমার ব্যক্তিগত অভিমত।”
শুধু তাই নয়, পুরো ম্যাচে দলের পারফরম্যান্স নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান আনচেলত্তি। একই সঙ্গে, এই মুহূর্তে বিশ্বের সেরা ৬ জন ফুটবলারই রিয়ালে খেলেন বলেও মন্তব্য করেন। ভিনিসুস ছাড়া বাকিদের নাম জানতে চাইলে ক্রমান্বয়ে এই ইতালিয়ান বলেন, “বেলিংহাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো। এরপর আসবে ক্রুস, ভালভের্দে ও কামাভিঙ্গা।”
তবে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে নাম লেখানোর গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলে দলের কোচ বলেন, “আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন, যে অন্য দলে খেলে। কিন্তু আমাদের দলে এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।”
মন্তব্য করুন: