ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার বিপক্ষে উয়েফা

১১ ফেব্রুয়ারি ২০২৪

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার বিপক্ষে উয়েফা

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণ গণহত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এক সঙ্গে ফিফার কাছে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। তবে দেশটিকে ইউরোর বাছাইপর্ব থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছাই নেই উয়েফার। প্যারিসে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সম্মেলন শেষে এমনটাই জানিয়েছেন উয়েফা মহাসচিব।

গত বছরের অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে দেশটি।হামাস নির্মূল অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২৮ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী শিশু। এই আগ্রাসন বন্ধে ইসরায়েলের সঙ্গে এতদিনেও কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে দেশটিকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি জানায়। তবে ফিলিস্তিন, সৌদি আরব, কাতার আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশ নিয়ে গঠিত এই সংস্থার দাবি উড়িয়ে দিয়েছেন উয়েফা মহাসচিব থিওডর থিওডরিডিস।

যদিও ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর ঘটনায় রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফিফা। ওই সময় ফিফার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে উয়েফাও ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশটিকে নিষিদ্ধ করে। কিন্তু রাশিয়াকে নিষিদ্ধ করার সঙ্গে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তুলনা করতে নারাজ উয়েফা মহাসচিব। তার মতে, ইউক্রেনে যা হচ্ছে এবং গাজায় ইসরায়েল যা করছে তা সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনা।

উয়েফা প্রশাসনে এরকম কোনো আলোচনা (ইসরায়েলকে নিষিদ্ধ করা) হয়নি কিংবা এরকম কিছু করার ইচ্ছা আছে। এখানে দুই দেশে সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনা ঘটেছে। আপনি ইউক্রেনের কথা বললেন কিন্তু যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল তা ভুললে চলবে না। আর দুর্ভাগ্যজনকভাবে এখন মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে হয়েছে তার শুরুটাও।

পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশনের এই দাবির পর শনিবার ইরানও ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য ফিফার কাছে সরাসরি দাবি জানায় তবে এত নিষিদ্ধের দাবির মধ্যেও ইসরায়েল ফুটবল ফেডারেশন প্রধান আশাবাদী ফিফা তাদেরকে নিষিদ্ধ করবে না। এই বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেন, “আমার ফিফার ওপর আস্থা আছে যে তারা ফুটবলের সঙ্গে রাজনীতি মেশাবে না। আমরা রাজনৈতিক ব্যক্তিদের ফুটবলের সঙ্গে মেলানোর বিরোধী। সার্বিকভাবে খেলাধুলার সঙ্গেই রাজনীতি মেশানোর বিরোধী।

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ এবং গাজায় ইসরায়েলি বাহিনী যে হামলা চালাচ্ছে তা অনেক আলাদা বলেও জানান ইসরায়েল ফুটবল প্রধান। একই সঙ্গে, তার দেশকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধের দাবি তোলায় পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন সভাপতির সমালোচনাও করেন তিনি।

মন্তব্য করুন: