মেসির জন্য দরজা খোলা রেখেছেন মাসচেরানো

১২ ফেব্রুয়ারি ২০২৪

মেসির জন্য দরজা খোলা রেখেছেন  মাসচেরানো

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিক নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। রোববার রাতের ম্যাচে ব্রাজিলকে তারা ১-০ গোলে পরাজিত করে।এতেই লিওনেল মেসির অলিম্পিক খেলার সুযোগ তৈরি হলো। তাই এখন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য দরজা খুলে বসে আছেন দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মেসি আর্জেন্টিনার হয়ে অলিম্পিক সোনা জিতেছিলেন। সেই দলে তার সতীর্থ ছিলেন মাসচেরানো। এবারের ২০২৪ অলিম্পিক বাছাই শুরুর আগে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি প্যারিস অলিম্পিকে খেলতে চান কিনা? জবাবে মেসি সম্মতিসূচক মাথা নেড়েছিলেন। অলিম্পিক ফুটবল দল গঠিত হয় অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে। তবে দলে তিনজন সিনিয়র ফুটবলার থাকতে পারবেন। তাই মেসি চাইলেই এখন আরও একটি অলিম্পিকে খেলার সুযোগ পাবেন।

রোববার রাতে ব্রাজিলকে হারিয়ে ২০২৪ অলিম্পিক নিশ্চিত করার পর মাসচেরানোকে প্রশ্ন করা হয়- বেইজিং অলিম্পিকে সতীর্থ হিসেবে সোনা জেতা মেসি- মাসচেরানো্ এবার কি প্যারিসেও জুটি বাঁধবেন? জবাবে মাসচেরানো বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেরা যা করেছে। ওরা আমাদের আরেকবার অলিম্পিক গেমসে নিয়ে গেছে। লিওর সঙ্গে আমার সম্পর্ক আর বন্ধুত্বের কথা সবাই জানে। তার মতো একজন খেলোয়াড়ের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা। তবে এটা তার ওপর নির্ভর করে।

এদিকে মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়ারও প্যারিস অলিম্পিকে খেলার গুঞ্জন আছে। যদিও তিনি আগামী কোপা আমেরিকার পর অবসরের ঘোষণা দিয়েছেন। এই দুই সুপারস্টারের অলিম্পিক খেলার ব্যাপারে মাসচেরানো আরও বলেন, আমি লিও আর আনহেলের সঙ্গে কথা বলেছি। আমি যেটা (খবরে) পড়েছি যে কোপা আমেরিকার পর আর তারা খেলবে না। তারা কী চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু আমরা নিশ্চিত করেই তাদের দলে রাখতে চাইব। যদিও ওই সময় কোপা আমেরিকা আছে, বিষয়টি সহজ হবে না।

মন্তব্য করুন: