বেনজেমাকে এবার বাদ দিল আল ইত্তিহাদ
১৫ ফেব্রুয়ারি ২০২৪
ফরাসি তারকা করিম বেনজেমাকে ঘিরে নানা গুঞ্জনের মাঝে এবার তাকে স্কোয়াড থেকেই বাদ দিল আল ইত্তিহাদ। অনেক আশা নিয়ে বেনজেমা সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিলেও গত দুই মাস ধরে ক্রমেই ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সৌদি আরবে তার মন টিকছে না বলেও খবর এসেছে। তারই ধারাবাহিকতায় এবার তিনি স্কোয়াড থেকেই বাদ পড়লেন।
এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে বৃহস্পতিবার উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের মুখোমুখি হবে ইত্তিহাদ। সেই ম্যাচের দলে কোচ গালার্দো বেনজেমাকে রাখেননি বলে সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ইএসপিএন। তারা আরও জানিয়েছে, বেনজেমার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় ইত্তিহাদ কোচ গালার্দো তাকে বাদ দিয়েছেন। যদিও বেনজেমা নিজেকে ফিট বলে দাবি করেছেন।
৩৬ বছর বয়সী ফরাসী ফরোয়ার্ডের সঙ্গে আল ইত্তিহাদের দূরত্বের শুরু গত ২৬ ডিসেম্বরের কাছাকাছি সময় থেকে। রোনালদোর দল আল নাসরের কাছে হারের পর বেনজেমা হঠাৎ উধাও হয়ে যান। দুবাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন নির্ধারিত সময়ের ১৭ দিন পর। বেনজেমার এমন আচরণে সৌদি ক্লাবটির কর্তৃপক্ষ বেশ ক্ষুব্ধ। বিশেষ করে কোচ মার্সেলো গালার্দোর সঙ্গে ফরাসি স্ট্রাইকারের সম্পর্ক খুবই খারাপ।
গত বছরের ১ জুলাই ফ্রি এজেন্ট হিসেবে আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। এখন পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে ২৪ ম্যাচে ১৫ গোল করেছেন। ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তার চুক্তি আছে। কিন্তু গত জানুয়ারিতে শীতকালীন দলবদলেই তিনি সৌদি ছেড়ে ইউরোপে ফিরতে চেয়েছিলেন। যদিও পরে সেটা হয়নি। চলতি বছর আল ইত্তিহাদ দুটি ম্যাচ খেললেও বেনজেমা মাঠে নামেননি। এবার তাকে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হলো।
মন্তব্য করুন: