যে কারণে মেসিদের সাথে অলিম্পিকে খেলতে চান না মার্তিনেস

১৬ ফেব্রুয়ারি ২০২৪

যে কারণে মেসিদের সাথে অলিম্পিকে খেলতে চান না মার্তিনেস

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি এবং আনহেল দি মারিয়ার অলিম্পিকে খেলার বিষয়ে বেশ কিছুদিন ধরেই জোর আলোচনা হচ্ছে। আসন্ন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। এবার তাই মেসি-দি মারিয়ার সঙ্গে আলোচনায় চলে এলেন বাজপাখি খ্যাত এমি মার্তিনেস। বিশ্বকাপজয়ী এই গোলকিপারের অলিম্পিকে খেলার সুপ্ত ইচ্ছা থাকলেও বাস্তবসম্মত কারণেই সেটা তিনি চাইছেন না।

আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক এমি মার্তিনেসের ক্যারিয়ারে অর্জনের ঝাঁপি ইতোমধ্যেই পরিপূর্ণ। তবে একটা আক্ষেপ রয়েই গেছে। তিনি কখনই অলিম্পিকে খেলেননি। ৩১ বছর বয়সী মার্তিনেস সরাসরি না বললেও সেই আক্ষেপটা গোপন রাখেননি। ডিরেক্টটিভি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন, “‘জাতীয় দলের হয়ে যদি কোনো অর্জন আমার বাকি থেকে থাকে, সেটা হচ্ছে অলিম্পিক জয়।

মার্তিনেস তার এই আক্ষেপ ঘুচানোর সুযোগ প্যারিস অলিম্পিকেই পেতে পারেন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিকে খেললেও তিনজন সিনিয়র প্লেয়ার খেলতে পারবেন। যাদের দুজন যদি মেসি আর দি মারিয়া হন, তাহলে তৃতীয় জন মার্তিনেস হলে ক্ষতি কী? তবে আর্জেন্টিনার বাজপাখি এমনটা চাইছেন না। কারণ, তাকে খেলানো হলে অলিম্পিক বাছাইপর্ব খেলা গোলকিপার লিয়ান্দ্রো ব্রেকে বসিয়ে রাখতে হবে। এটাই মানতে নারাজ মার্তিনেস। তার মতে, তরুণরাই যেহেতু অলিম্পিক নিশ্চিত করেছে, তাই তাদেরকেই সুযোগ দেওয়া উচিত।

 “এটা (অলিম্পিকে খেলার সুযোগ) ওদেরই প্রাপ্য। তারা ভালো ছন্দে আছে। ওই দলে পরিবর্তন করার কোনো কারণ দেখি না। এমনকি আমরা যদি আগামী কোপা আমেরিকায় ভালো করি এবং শিরোপা জিতি, তারপরও আমাদের চলে যেতে হবে এবং নতুনদের জায়গা করে দিতে হবে।

মন্তব্য করুন: